ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুশীলনে পাওয়া চোট গুরুতর নয়, জানিয়েছেন ফিজিও, চিকিৎসক

ইনজুরিতে সাকিব- আশায় কোচ রোডস

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৮

 ইনজুরিতে সাকিব- আশায় কোচ রোডস

মোঃ মামুন রশীদ ॥ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্বাগতিক বাংলাদেশের ৩ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে আজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ প্রথম টি২০ ম্যাচ। এ ফরমেটে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল। তবে রবিবার অনুশীলনে পায়ের আঙ্গুলে চোট পাওয়াতে সাকিবকে ঘিরে আলোচনার জন্ম নিয়েছে। যদিও কোচ স্টিভ রোডস ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কের পরিবর্তে এসে আশা প্রকাশ করেছেন আজ খেলতে নামবেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীও দাবি করেছেন বিশ্বের অন্যতম এ অলরাউন্ডারের ইনজুরি তেমন গুরুতর নয়। ওয়ানডে সিরিজ শেষে একদিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। আজ টি২০ সিরিজের প্রথম ম্যাচে নামার আগে শুধু রবিবারই পুরো দল অনুশীলন করেছে। আর সেই অনুশীলনেই ব্যাটিং করার সময় আঘাত পান সাকিব। নেটে বাংলাদেশ অধিনায়ক ব্যাট হাতে নেমেছিলেন সবার আগে। পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইয়র্কার লেন্থের বল আঘাত হানে এ বাঁহাতির বাঁ-পায়ের দ্বিতীয় আঙ্গুলে। এরপর সঙ্গে সঙ্গেই সাকিব চলে যান ড্রেসিং রুমে। সেখানেই তার শুশ্রুষা করা হয়। আঘাত পাওয়া আঙ্গুলে দেয়া হয় বরফ। তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেই চিকিৎসার বাইরে আর কোন কিছু করানো হয়নি সাকিবের। পরবর্তী সময়ে আর অনুশীলনে নামেননি। তার বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন, ‘খুব একটা ভোগাচ্ছে না। পায়ের দ্বিতীয় আঙ্গুলে লেগেছে। আঘাত যেহেতু লেগেছে একটু ব্যথা তো থাকেই। সে আঘাত নিয়ে এখনও অভিযোগ করেনি। আশাকরি তেমন অসুবিধা হবে না। বরফ দেয়া হচ্ছে। ফিজিও জানিয়েছে যে অসুবিধা হবে না। আমরা আরও কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকব, তারপর বোঝা যাবে। ব্যথা যদি না কমে রাতে (রবিবার) হয়তো এক্স-রে করতে হবে।’ আঘাত পাওয়ার পর অনুশীলনে যেমন নামেননি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও আসেননি টি২০ অধিনায়ক সাকিব। তার পরিবর্তে কোচ রোডস সংবাদ সম্মেলনে আসেন। তিনিও সাকিবের চোট পাওয়া নিয়ে তেমন দুঃশ্চিন্তা করছেন না। সাকিবের এই আঘাত পাওয়া নিয়ে জাতীয় দলের কোচ বলেন, সে ভাল আছে। সাইফউদ্দিনের ইনসুইং ইয়র্কারটা লেগেছে। ভাল বল ছিল। আশাকরি ঠিক হয়ে যাবে। সে এরপর হেসেছেও, এখন বরফ দিচ্ছে ব্যথা পাওয়া জায়গায়। সকালে (ম্যাচের দিন) উঠে যদি জানায় এটা নিয়ে কোন সমস্যা হচ্ছে তবে অবাক হব। (চোট নিয়ে) ওকে অসন্তুষ্ট মনে হলো। আমাকে সংবাদ সম্মেলনে আসতে বলল। আমি চলে এলাম। টেস্টে সেরা অলরাউন্ডার সাকিব এই মুহূর্তে টি২০ ফরমেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের তিন নম্বর অলরাউন্ডার। ওয়ানডের দ্বিতীয় সেরা অলরাউন্ডার অবশ্য এ সিরিজে কিছুটা ভাল করতে পারলেই উঠে আসতে পারেন টি২০ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে। কারণ তার চেয়ে মাত্র ৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। সাকিবের এই মুহূর্তে রেটিং পয়েন্ট ৩১০ আর নবির ৩১৪। ৩৬২ রেটিং নিয়ে এই মুহূর্তে টি২০ ফরমেটে বিশ্বসেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশ দলের অন্যতম ভরসা সাকিব একাধারে ব্যাটে-বলে নিয়মিত পারফর্মার। বছরের শুরুতে পাওয়া আঙ্গুলের চোটে তিনি ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফেব্রুয়ারিতে খেলতে পারেননি দুই ম্যাচের টি২০ সিরিজ। এরপর নিদাহাস ট্রফির প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচ ও ফাইনাল অধিনায়ক হিসেবেই খেলেন তিনি। গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ফরমেটে খেললেও সেপ্টেম্বরে এশিয়া কাপ শেষ করতে পারেননি আঙ্গুলের সেই ইনজুরি নতুন করে চাড়া দিয়ে ওঠার কারণে। এরপর ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গিয়েছিল। দীর্ঘ বিরতি দিয়ে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে সব শঙ্কা দূর করেন তিনি। আর সে কারণেই টি২০ র‌্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে পড়েছেন লম্বা সময় তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডারের স্থান দখলে রেখে। এরপরও টি২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ১০ নম্বরে সাকিব, ব্যাটিংয়ে ৪৪। সর্বশেষ গত আগস্টেই বাংলাদেশ দল টি২০ খেলেছে, সাকিবও। সেবার ক্যারিবীয়দের সিরিজে হারিয়েছিল। এবারও সাকিবের নেতৃত্বে সফরকারীদের হারানোর প্রত্যয় নিয়েই নামবে বাংলাদেশ দল। তার আগে সাকিবের এই আঘাত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও কোচ, ফিজিও ও চিকিৎসকের কথাতে বোঝা যাচ্ছে আজ খেলার সম্ভাবনাই অনেক বেশি সাকিবের।
×