ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লাথামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দিন

প্রকাশিত: ০৬:৪৮, ১৭ ডিসেম্বর ২০১৮

 লাথামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে নিয়ে খেলছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ২৮২ রানে গুটিয়ে দেয়ার পর ২ উইকেটে ৩১১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১২১ রানে অপরাজিত ওপেনার টম লাথাম। ৫০ রান নিয়ে তার সঙ্গে আছেন রস টেইলর। দুর্ভাগ্য ৯ রানের জন্য নিজের ২০তম সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮ উইকেট হাতে রেখে এরই মধ্যে ২৯ রানে এগিয়ে স্বাগতিকরা। ক্রিজে ফর্মে ফেরা লাথাম ও অভিজ্ঞ টেইলর, ব্যাটিংয়ের অপেক্ষায় হার্ডহিটার হেনরি নিকোলস ও লঙ্গার ভার্সনে অন্যতম নির্ভরযোগ্য বিজে ওয়াটলিং। সুতরাং ব্যতিক্রম কিছু না ঘটলে তৃতীয়দিনে আজ রানের পাহাড় গড়ার দিকে এগোবে উইলিয়ামসনের দল। শ্রীলঙ্কা তাদের টেস্ট ইতিহাসে এ পর্যন্ত একবারই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল সেটি সেই ১৯৯৪-১৯৯৫ মৌসুমে, আগে-পরে কেবলই হার। রবিবার ৯ উইকেটে ২৭৫ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৭ রান যোগ করে। লাহিরু কুমারাকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট নেন সাউদি। ৬২তম টেস্টে এ নিয়ে অষ্টমবারের মতো ইনিংসে পাঁচ বা ততধিক শিকার পূর্ণ করলেন এ তারকা পেসার। দ্রুতগতির বোলার নিল ওয়াগনার নিয়েছেন ২ উইকেট। নিরোশান দিকওয়েলা অপরাজিত থাকেন ৮০ রানে। এরপর সাবধানী ব্যাটিংয়ে ২৩ ওভারে ৫৯ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ভাল শুরু এনে দেন জিত রাভাল ও লাথাম। ৭০ বলে ৬ চারে ৪৩ রান করা রাভালকে কট বিহাইন্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন কুমারা। অধিনায়ক উইলিয়ামসন ক্রিজে আসার পর শট খেলতে শুরু করেন লাথাম। ধনঞ্জয়া ডি সিলভার সাদামাটা বল সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ধরা পড়েন ৯৩ বলে ১০ চারে ৯১ রান করা উইলিয়ামসন। উইলিয়ামসনের বিদায়ে ভাঙ্গে ১৬২ রানের জুটি। এই ইনিংস খেলার পথে সাবেক তারকা ব্রেন্ডন ম্যাককুলামকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে এরই মধ্যে ৯০ রানের জুটি গড়েছেন লাথাম-টেইলর। ১১ টেস্ট পর সেঞ্চুরি পাওয়া লাথামের ২৫৬ বলে অপরাজিত ১২১ রানের ইনিংসটি গড়া ১১ চারে। আর ৮৬ বলে ৫ চারে টেইলর অপরাজিত ঠিক ৫০ রান নিয়ে। এই ফিফটি তুলে নেয়ার পথে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে ব্রেন্ডন ম্যাককালামকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হন টেলর। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে এখন শুধুই স্টিফেন ফ্লেমিং (৭১৭২ রান)। ওদিকে শ্রীলঙ্কার সামনে ম্যাচে ফেরার লড়াই। নিউজিল্যান্ড ২ উইকেটে ৩১১ রানের স্কোর আজ কোথায় গিয়ে থামে কে জানে। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ২৮২/১০ (৯০ ওভার; গুনাথিলাকা ১, করুনারতেœ ৭৯, ধনঞ্জয়া ১, কুসল ২, ম্যাথুস ৮৩, চান্দিমাল ৬, দিকওয়েলা ৮০*, দিলরুয়ান ১৬, লাকমল ৩, রাজিথা ২, কুমারা ০; বোল্ট ১/৮৩, সাউদি ৬/৬৮, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, ওয়েগনার ২/৭৫, প্যাটেল ০/১৪)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ৩১১/২ (৮৪ ওভার; রাভাল ৪১, লাথাম ১২১*, উইলিয়ামসন ৯১, টেইলর ৫০*; লাকমল ০/৬০, রাজিথা ০/৭৮, ম্যাথুস ০/১, পেরেরা ০/৫৯, কুমারা ১/৭৯, ডি সিলভা ১/৩০)। ** দ্বিতীয়দিন শেষে
×