ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চিত্রশিল্পী মনিরুলের ঘরে স্পেনের ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা

প্রকাশিত: ০৮:০০, ১৭ ডিসেম্বর ২০১৮

 চিত্রশিল্পী মনিরুলের ঘরে  স্পেনের ‘অর্ডার অব  মেরিট’ সম্মাননা

বিডিনিউজ ॥ স্পেনের সম্মানসূচক ‘রয়েল স্প্যানিশ অর্ডার অব মেরিট’ পুরস্কার তুলে দেয়া হলো বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী মনিরুল ইসলামের হাতে। রবিবার ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত আলবারো দি সালাসের বাসভবনে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংক, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান, বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরীসহ শিল্পীর বন্ধু-শুভাকাক্সক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্পেন, তুরস্ক, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মনিরুল ইসলামের একক ও যৌথ চিত্র প্রদর্শনী হয়েছে। ১৯৯৭ সালে তিনি স্পেনের রাষ্ট্রীয় পদক, ২০১০ সালে স্পেনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা দ্য ক্রস অব দ্য অফিসার অব দ্য অর্ডার অব কুইন ইসাবেলা পুরস্কার, ১৯৯৯ সালে বাংলাদেশে একুশে পদক ছাড়াও শিল্পকলা একাডেমি পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।
×