ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রকাশিত: ২০:১৪, ১৭ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলা রহিমানপুর মাদারগঞ্জ এলাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পোষ্টার ছেড়াকে কেন্দ্র এক সংঘর্ষে সেচ্ছাসেবকদলের নেতাসহ পাঁচজন আহত হয়েছে। রবিবার রাতে সংঘর্ষের এ ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম পরাগসহ দুইজনকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহত আবু সায়েম পরাগ বলেন, বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের পোষ্টার লাগালে যুবলীগ ও ছাত্রলীগ তা ছেড়ে ফেলে বাধা প্রদান করে। পরে তারাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে মাথা ফেটে যায়। সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা হামলার ঘটনা অস্বীকার করে বলেন, নির্বাচনে আওয়ামীলীগের উপর দায় চাপানোর জন্য যুবলীগ ও ছাত্রলীগের নাম ব্যবহার করছে। আমরা বিএনপির প্রার্থী পোষ্টার লাগানোর বিষয়ে কোন বাধা প্রদান করিনি। তাদের অভ্যন্তরীন কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি নুরুজ্জামান নুরু জানান, প্রতিনিয়ত আওয়ামীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের প্রার্থীর প্রচার-প্রচারণায় হামলা ও বাধা প্রদান করছে। আইনশৃঙ্খলাবাহিনীকে অবগত করলে ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেন। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিল। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সজাগ রয়েছি।
×