ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনগণের মৌলিক দাবিগুলোই ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতিতে ॥ ফখরুল

প্রকাশিত: ২২:০৩, ১৭ ডিসেম্বর ২০১৮

জনগণের মৌলিক দাবিগুলোই ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতিতে ॥ ফখরুল

অনলাইন রিপোর্টার ॥ জনগণের যে মৌলিক দাবি-দাওয়াগুলো রয়েছে তা ঐক্যফ্রন্টের ১৪টি প্রতিশ্রুতির মাধ্যমে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জনগণের যে মৌলিক দাবি-দাওয়াগুলো রয়েছে তা এ ইশতেহারের মাধ্যমে উঠে এসেছে। মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো এর মধ্যে এসেছে। এটি সাম্প্রতিককালের একটি বৈপ্লবিক ইশতেহার হিসেবে চিহ্নিত হবে বলে আমরা বিশ্বাস করি।’ আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পাঠ শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, ‘আজ জনগণের যে জাগরণ শুরু হয়েছে, জনগণ যেভাবে তাদের মূল দাবি রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানার জন্য জেগে উঠছে প্রতিকূলতা সত্ত্বেও। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদের অধিকারগুলো আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, মানুষের অধিকারকে হরণ করতে চায় তাদের পরাজিত করবে।’
×