ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ২৩:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৮

শেরপুরে সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে সরকারিভাবে আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে জেলা খাদ্যগুদামে এবারের আমন সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিমসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় চালকল মালিকরা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি অভ্যন্তরীণ আমন মৌসুমে জেলায় ১৪ হাজার ৪৬৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ওই লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে শেরপুর সদর উপজেলায় ৭ হাজার ৯২৮ মেট্রিক টন, নালিতাবাড়ীতে ২ হাজার ৩৫৮ মেট্রিক টন, নকলায় ১ হাজার ৪৭ মেট্রিক টন, শ্রীবরদীতে ১ হাজার ৬৮৩ মেট্রিক টন ও ঝিনাইগাতীতে ১ হাজার ৪৪৮ মেট্রিক টন। চালের দর নির্ধারন করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ১৬৬ জন জন চাউল কল মালিকের সাথে চুক্তি করা হয়েছে। তবে ওইসব মিলারদের সাথে চুক্তি অনুযায়ী সংগ্রহ হবে ৭ হাজার ৪শ ২৫ মেট্রিক টন চাল। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সংগ্রহ অভিযান চলবে।
×