ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেবা খাতে চার মাসে প্রবৃদ্ধি ৫৬ শতাংশ

প্রকাশিত: ০১:১৫, ১৭ ডিসেম্বর ২০১৮

সেবা খাতে চার মাসে প্রবৃদ্ধি ৫৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিভিন্ন ধরনের সেবা রপ্তানি করে প্রায় ১৯৪ কোটি ৮২ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৫৬ দশমিক ৪৬ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে আয় এসেছিল ১২৪ কোটি ৫১ লাখ ডলার। গত চার মাসে বিভিন্ন ধরনের সেবা রপ্তানি খাতে লক্ষ্যমাত্রা ছিল ১৬৬ কোটি ৬৭ লাখ ডলার। সে হিসেবে প্রবৃদ্ধি বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের সেবা রপ্তানির এই চিত্র সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশ করেছে। এবিষয়ে ইপিবির সহকারী পরিচালক মো. রফিফুল ইসলাম বলেন, দেশের স্থল, সমুদ্র বা বিমান বন্দরে বিদেশি পরিবহনগুলো সেসব পণ্য ও সেবা- যেমন জ্বালানি তেল ও মেরামত সেবা- কিনে থাকে সেগুলোকে সেবা খাতের আওতায় ধরা হয়েছে। আর কোনো অনাবাসীর কাছ থেকে পণ্য কিনে একই পণ্য কোনো অনাবাসীর কাছে বিক্রি করাকে মার্চেন্টিং বলে। এই প্রক্রিয়ায় মোট বিক্রি থেকে মোট ক্রয় বাদ দিয়ে নিট মার্চেন্টিং রপ্তানি আয় হিসাব করা হয়। সেবা খাতের একক উপখাত হিসেবে সরকারি পণ্য ও সেবা উপখাত থেকে সর্বোচ্চ আয় হয়েছে ৭৫ কোটি ৩৫ লাখ ডলার।
×