ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমরণ অনশনের ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

প্রকাশিত: ০১:১৫, ১৭ ডিসেম্বর ২০১৮

আমরণ অনশনের ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

অনলাইন রিপোর্টার ॥ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাঁর অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছেন। তিনি সোমবার জেলা প্রশাসককে পাঠানো চিঠিতে আমরণ অনশনের কথা জানিয়েছেন। তাঁর কোনো ক্ষতি হলে নির্বাচন কমিশন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাঁর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এই কর্মসূচি শুরু করেন তিনি। হামলাকারীদের গ্রেফতার এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানিয়েছেন লতিফ সিদ্দিকী। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি ধর্মঘট চালিয়ে যাবেন। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বসে পড়লেও রাতে সেখানে তাঁর সমর্থকেরা একটি প্যান্ডেল তৈরি করেছেন। সেখানে চৌকির ওপর লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন লতিফ সিদ্দিকী। তাঁর সমর্থকেরা জানান, এই কর্মসূচি শুরু করার পর থেকে তিনি খাবার খাননি। সোমবার সকালে বৃষ্টি শুরু হলে তাঁর সমর্থকরা পলিথিন এনে প্যান্ডেলের ওপর টাঙিয়ে দেন। আজই টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামকে একটি চিঠি দেন লতিফ সিদ্দিকী। চিঠির বিষয়: ‘ প্রতিকারহীনতার ও কালক্ষেপণের কারণে অবস্থান ধর্মঘটের সঙ্গে আমরণ অনশন প্রসঙ্গে’। চিঠিতে লতিফ সিদ্দিকী লিখেছেন, ‘আমার ধর্মঘটের ১৮ ঘণ্টা অতিক্রান্ত। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে আমি সিদ্ধান্ত নিলাম একই সঙ্গে আমরণ অনশন চালিয়ে যাওয়ার। আমার যদি কোনো ক্ষতি হয়, সে জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে বলে ঘোষণা দিচ্ছি।’ লতিফ সিদ্দিকীকে দেখতে আজ তাঁর নির্বাচনী এলাকা কালিহাতীসহ টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে তাঁর শুভানুধ্যায়ীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভিড় করছেন।
×