ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২:১৮, ১৭ ডিসেম্বর ২০১৮

ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার সকাল ১১টায় দাউদকান্দি পৌর সদরে ডি.কে ভবনে কুমিল্লা-১ আসনের (দাউদকান্দি-মেঘনা) আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ইলিকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্যেশ্যে সুবিদ আলী ভূইয়া বলেন, আগামী নির্বাচনে আমাকে পরাজিত করার লক্ষ্যে আমার প্রতিপক্ষ ড. খন্দকার মোশাররফ হোসেন পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট মেহমুদের মুঠোফোনে কথোপকথন করে নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি বলেন ২ জনের সংলাপটি শুনে বোঝা যায় ড. খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্রমূলক রাষ্ট্রবিরোধী অপরাধে লিপ্ত রয়েছে। তাই ড. খন্দকার মোশাররফ হোসেনের অপকর্মের জন্য বিচার ও গ্রেফতারের দাবী করছি। এ বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ কালে তিনি জনকন্ঠকে জানান সৃজিত ও বানোয়াট ফোনালাপের ভিডিও নিয়ে আ.লীগ প্রার্থী সুবিদ আলী ভূইয়া সংবাদ সম্মেলন করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং কুমিল্লা-১ ও ২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপি’র প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট ভিডিওটি নিয়ে আ.লীগ প্রার্থীর আজকের সংবাদ সম্মেলনে এবং তার ছেলে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন আমার বিরুদ্ধে দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করায় বিষয়টি পরিস্কার হয়েছে যে, বানোয়াট ফোনালাপ ভিডিও তৈরী ও প্রচারের সাথে তারা সম্পৃক্ত রয়েছে। উল্লেখ্য আমি গত ১৩ ডিসেম্বর ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবাদ পাঠিয়েছি। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট তদন্তের অনুমোদনের জন্য প্রেরন করা হয়েছে।
×