ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : রংপুর রেঞ্জ ডিআইজি

প্রকাশিত: ০৩:১৮, ১৭ ডিসেম্বর ২০১৮

নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে  ভোট দিবেন : রংপুর রেঞ্জ ডিআইজি

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বলেছেন, নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। এসময় কেউ যদি বাধা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানান। আমরা আপনাদের নিরাপত্তা বিধানে আপনাদের পাশেই রয়েছি। ডিআইজি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে ধর্মান্ধ কোন গোষ্ঠীর স্থান নেই। সবাই নির্ভয়ে আপনারা আপনাদের স্ব স্ব ধর্ম পালন করে যান। যদি কেউ বাধা দেয় আমাদের জানান আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। রংপুর নগরীর ২নং ওয়ার্ডে অভিরাম শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে আয়োজিত মহানাম যজ্ঞ অষ্টপ্রহর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য। তিনি ধর্মীয় শিক্ষার উপর গুরুতা¡রোপ করে বলেন, ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে তার জীবনই বৃথা। তাই এখন থেকে হিন্দু সম্প্রদায়ের সকলকে ধর্মীয় শিক্ষা গ্রহনে এগিয়ে আসার আহ্বান জানান ডিআইজি। মঙ্গল প্রদীপ প্রজ্বলনকারী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুরের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সুশান্ত ভৌমিক অষ্টপ্রহর অনুষ্ঠানে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অশুভ শক্তির যে কোন নাশকতা সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দেন। এছাড়া তিনি আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। সনজিত কুমার মহন্তের সঞ্চালনায় এবং অভিরাম শ্রী শ্রী বিষ্ণু মন্দির কমিটির সভাপতি প্রবীন শিক্ষক বাবু অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহানাম যজ্ঞ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ দেবব্রত মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক উৎপল চন্দ্র ভৌমিক, স্থানীয় বিপুল চন্দ্র রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুরের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সুশান্ত ভৌমিক।
×