ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন মিস ইউনিভার্স ক্যাট্রিওনা গ্রে

প্রকাশিত: ০৪:০১, ১৭ ডিসেম্বর ২০১৮

নতুন মিস ইউনিভার্স ক্যাট্রিওনা গ্রে

অনলাইন ডেস্ক ॥ চলতি বছরে মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে। সোমবার থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৯৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত মিস ইউনিভার্সের এবারের আসরে ঘোষণা দেয়া হলো বহুল প্রতীক্ষিত বিজয়ীর নাম। ২৪ বছর বয়সী ক্যাট্রিওনার জন্ম অস্ট্রেলিয়ায়। পড়াশোনা করেছেন মিউজিকের ওপর যুক্তরাষ্ট্রে। ক্যাট্রিওনা কাজ করছেন ফিলিপাইনের সুবিধাবঞ্চিতদের নিয়ে। এছাড়া, এইডস নিয়ে জনসচেতণতামুলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তিনি। এছাড়া প্রথম রানারআপ হয়েছেন মিস সাউথ আফ্রিকা ট্যামারিন গ্রিন। দ্বিতীয় রানারআপ মিস ভেনেজুয়েলা স্টেফানি গুতেরেজ। এবারের প্রতিযোগিতা শুরু থেকেই ছিল নানা আলোচনা-সমালোচনায় মুখর। মিস কম্বোডিয়া ও মিস ভিয়েতনামের ইংরেজি ভাষার অদক্ষতা নিয়ে কথা বলে সমালোচিত হন মিস ইউএসএ সারা রোজ সামারস। এছাড়া এবারের আসরে চমক ছড়িয়েছেন মিস স্পেন অ্যানজেলা পঞ্চে। প্রথম ট্রান্সজেন্ডার প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েন তিনি।
×