ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০ তে পাত্তাই পেল না বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৮

উইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০ তে পাত্তাই পেল না বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০তে পাত্তাই পেল না বাংলাদেশ। কটরেলের বিধ্বংসী বোলিংয়ের পর হোপের ঝড়ো ইনিংসে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল। এই হারে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়েও পড়ল সাকিববাহিনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ও শনিবার তৃতীয় ম্যাচের যে কোন একটিতে হারলেই সিরিজ হার হয়ে যাবে বাংলাদেশের। আর যদি টানা দুই ম্যাচে জেতা যায়, তাহলেই টেস্ট, ওয়ানডের পর টি২০ সিরিজও নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। সিলেটে টি২০তে সবসময়ই বড় স্কোর হয়। বড় স্কোর গড়েও জেতা কঠিন হয়ে পড়ে। সেখানে শেলডন কটরেলের (৪/২৮) গতির সামনে পড়ে বাংলাদেশ ১৯ ওভারে ১২৯ রানের বেশি করতে পারেনি। অলআউটও হয়। সাই হোপ (২৩ বলে ৫৫ রান) ঝড়ে ১০.৫ ওভারেই ১৩০ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান ইনজুরিতে পড়েছিলেন ম্যাচের আগের দিন। তার খেলা নিয়েই ছিল সংশয়। সেই সংশয় দূর করে খেলেনও সাকিব। ব্যাট হাতে এককভাবে দেখান ঝলক। ৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন। তার এই ব্যাটিংয়েই ১২৯ রানের স্কোর গড়া সম্ভব হয়। বাকিদের মধ্যে আরিফুল হক (১৭) ও মাহমুদুল্লাহ রিয়াদই (১২) শুধু দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন। ব্যাটসম্যানদের যে কী কাহিল অবস্থা হয়, তা বোঝাই যাচ্ছে। এই দুর্দশা হয়েছে শেলডন কটরেলের বিধ্বংসী বোলিংয়ে। এ পেসার তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ ও সাকিবের উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংসে ধস নামান। টি২০ ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট শিকার করে ম্যাচ সেরাও হন। বাংলাদেশের ইনিংস শেষ হতেই বোঝা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ জিততে যাচ্ছে। তাই বলে এত সহজেই জিতে যাবে! সবাই আশ্চর্য্যই হয়েছে। ২ উইকেট হারিয়ে ৫৫ বল বাকি থাকতেই জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপ তো টি২০তেও বাংলাদেশকে তছনছ করে দেন। ব্যাটিংয়ে ঝড় তুলেন। আউট হয়েছেন ৫৫ রান করে। ২৩ বলে ৩ চার ও ৬ ছক্কায় এই রান করেন হোপ। তবে ১৬ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন। টি২০তে যা ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি করার রেকর্ড। হোপের এমন দুর্ধর্ষ ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারেই ৯১ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। যা বিশ্বরেকর্ড। রেকর্ডের পর রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ কাত করেছে বাংলাদেশকে। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও তো হয়েছে আকাশচুম্বি। দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব। মিরাজের প্রথম ওভারেই তিন ছক্কা হাঁকান হোপ। এই এক ওভারেই ২৩ রান আসে। তখনই ওয়েস্ট ইন্ডিজ যে কতটা আক্রমণাত্মক খেলতে যাচ্ছে, তার আলামত মিলে যায়। যে বোলারই বল করতে এসেছেন, হোপ চার-ছক্কা হাঁকিয়েছেন। কাউকে ছাড় দেননি। স্পিন দিয়ে শুরু করাটাই যেন ভুল হয়েছে। প্রথম দুই ওভার স্পিনাররা করার পর পরের তিন ওভার পেসাররা বোলিং করেছেন। ষষ্ঠ ওভারে গিয়ে আবার যে কোন মিরাজকে বোলিংয়ে আনা হলো, তাতে সবাই অবাকই হয়েছেন। এই ওভারেও মিরাজ পড়েছেন হোপের সামনে। তাতে হোপও দুই ছক্কা, এক চার হাঁকিয়ে দেন। এই ওভারেও ১৮ রান আসে। হোপকে শেষপর্যন্ত থামান মাহমুদুল্লাহ। কিন্তু ততক্ষণে ৯৮ রান হয়ে যায়। দলের ৫১ রানের সময় এভিন লুইসকে (১৮) ফেরান সাইফউদ্দিন। এরপর হোপ ও পুরান মিলে দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়েন। এ জুটি ভাঙার পর নিকোলাস পুরান (২৩*) ও কিমো পল (২৮*) মিলে তৃতীয় উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচই জিতিয়ে দেন। বাংলাদেশ অসহায় আত্মসমর্পণই করে। ৫৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি২০তে অনায়াসে হেরে যায় বাংলাদেশ। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম টি২০তে হেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত পরের দুই টি২০ জিতে ২-১ ব্যবধানে সিরিজে জিতেছিল বাংলাদেশ। এবারও সেই সুযোগ আছে। প্রথম টি২০তে হার মানেই সিরিজ হার হয়ে গেছে, এমন নয়। পরের দুই টি২০তে জিতলেই যে সিরিজ জিতবে বাংলাদেশ। খেলাও হবে আবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যেখানে বাংলাদেশকে হারানো ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিনই হয়ে পড়বে। প্রথম টি২০তে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় জয় মিলেছে ওয়েস্ট ইন্ডিজের। তাতে সিরিজ জয়ের আশাতেও এখন এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজই। তবে পরের দুই ম্যাচেই সব হিসেব নিকেশ আছে। সেই কথা মনেও করিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। তিনি বলেছেন, ‘অনেক বড় জয়। তবে এটি প্রথম ম্যাচে জয়। আমরা ক্যারিবিয়ানেও প্রথম ম্যাচটিতে জিতেছিলাম। কিন্তু শেষপর্যন্ত সিরিজে হেরেছি। সিরিজকে এখনও শ্রদ্ধা করতে হবে। আনন্দ উদযাপনের কথা বললে বলতে হবে সিরিজ এখনও শেষ হয়নি। ঢাকায় (মিরপুরে) উইকেট স্লো থাকবে। বাংলাদেশ এখন সেরা দলগুলোর একটি। পরের ম্যাচগুলোর দিকেই তাই তাকিয়ে থাকতে হচ্ছে।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ঠিকই বলেছেন। এখনও সিরিজ শেষ হয়নি। তাই আনন্দ উদযাপনেও ক্যারিবিয়ানদের বাধা আছে। তবে দুই দলের মধ্যকার জয়ের হারে কিন্তু এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের মধ্যকার এর আগে ৯ টি২০ খেলা হয়। চারটিতে বাংলাদেশ, চারটিতে ওয়েস্ট ইন্ডিজ জিতে। একটি ম্যাচের রেজাল্ট হয়নি। প্রথম টি২০ বাংলাদেশ হারায় এবারের সিরিজের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি২০তে জয়ের হিসেবেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
×