ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌকার পক্ষে গণজোয়ার, অশুভ শক্তি টিকতে পারবে না ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৮

নৌকার পক্ষে গণজোয়ার, অশুভ শক্তি টিকতে পারবে না ॥ কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে নৌকার যে গণজোয়ার, এ গণজোয়ারের মুখে কোন অশুভ শক্তি বাধা দিয়ে টিকতে পারবে না, প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারবে না। সারাদেশে বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা শেখ হাসিনার নৌকার মার্কায় ভোট দেবে। তিনি বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ যারাই বিঘিœত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ বিষয়ে আওয়ামী লীগের কোন আপত্তি নেই, আমরা কোন প্রকার হস্তক্ষেপ করব না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে সঠিক ব্যবস্থা নিতে হবে। সোমবার বেলা ১১টায় সোনারগাঁয়ে কাঁচপুর দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আগামীকালের (মঙ্গলবার) মধ্যে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করার এখন আর কোন সুযোগ নেই, সেহেতু তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন। আমরা আগামীকাল (১৮ ডিসেম্বর) পর্যন্ত দেখব প্রত্যাহার হয় কিনা, কতজন প্রত্যাহার করেন। তবে আওয়ামী লীগের ইতিহাসে এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক কম হয়েছে। ড. কামাল হোসেনকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, তিনি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। আর বলছে মুক্তিযুদ্ধের চেতনায় তারা লড়ছেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। আর যে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তারা হাত মিলিয়েছে, তারা মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি। ছদ্মবেশী গণতন্ত্রী মুক্তিযোদ্ধা ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকীসহ আরও কয়েকজন আজকে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে ধানের শীষ মার্কায় ভোট করছেন। এটা স্ববিরোধী বক্তব্য এবং হাস্যকর। সবচেয়ে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ডক্টর কামাল হোসেন যে সুরে কথা বলছেন, যা তার মুখে মানায় না। হি ইজ স্টোপিং সো লো। তিনি এত নিচে নেমে যাবেন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে?
×