ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেথাইর প্রভাবে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ০৫:৫০, ১৮ ডিসেম্বর ২০১৮

পেথাইর প্রভাবে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ ঘুর্ণিঝড় পেথাইয়ের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। সারাদেশে বৃষ্টির কারণে ঠা-া বাতাস ও শীতের মাত্রা বেড়েছে। এর প্রভাবে সাগর এখনও উত্তাল রয়েছে। ফলে দেশে সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। তবে এটি ভারতে বাংলাদেশের দিকে আসার কোন আশঙ্কা নেই। এর প্রভাবে বড় ধরনের ঝড় বৃষ্টি আশঙ্কাও নাকচ করে দিয়েছেন আবহওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান জনকণ্ঠকে বলেন পেথাই ইতোমধ্যে ভারতের অন্ধ্র উপকূলে অবস্থান করেছে। এটি কিছুটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর গতিপথ পরিবর্তন করে উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে। ফলে বাংলাদেশে আজ বৃষ্টিপাত হবে। ২০ ডিসেম্বর থেকে এর প্রভাব কেটে গেলে আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে। তবে বৃষ্টিপাতের কারণে শীতের মাত্রা আরও বাড়তে পারে বলে জানা গেছে। তাছাড়া প্রকৃতিতে এখন শীতকাল হওয়ায় স্বাভাবিকভাবেই তাপমাত্রা আরও কমে আসবে। বাড়বে শীতের মাত্রা। এদিকে সকাল থেকেই রাজধানীর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। বৃষ্টিপাত ও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের মাত্রা বেড়ে গেছে। সকাল থেকে রাজধানীবাসী গরম কাপড় নিয়ে চলাচল করছেন। বৃষ্টির কারণে রাতের ভাগে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে প্রকৃতিকে এখন শীত মৌসুম চলছে। ঘুর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে শীত বাড়বে বলে জানান তারা।
×