ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ বিএনপির ইশতেহার ঘোষণা

প্রকাশিত: ০৬:০০, ১৮ ডিসেম্বর ২০১৮

আজ বিএনপির ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। বেলা এগারোটায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ ইশতেহার ঘোষণা করা হবে বলে বিএনপি কার্যালয় থেকে জানানো হয়েছে। জানা যায়, ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ৩০’ এর আলোকে জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে দলটি। ‘এগিয়ে যাব এক সঙ্গে, ভোট দেব ধানের শীষে’ এই স্লোগান সামনে রেখে এবার বিএনপির ইশতেহার তৈরি করা হয়েছে। সঙ্গে বিএনপির ইশতেহারের অনেক বিষয়েই মিল থাকবে। এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটার টানতে তাদের বিভিন্ন চাহিদা গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে তরুণদের কোটা সংস্কার করা, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়া বেকার ভাতা, প্রতিহিংসামূলক রাজনীতির অবসানসহ বিভিন্ন বিষয় থাকবে এই ইশতেহারে। বিএনপির ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পুলিশকে অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা, কৃষি জমি রক্ষায় বহুতল আবাসন গড়া, তরুণ উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ‘ন্যায়পাল’ নিয়োগ করার প্রতিশ্রুতি থাকবে। জানা যায়, বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিদেশী কূটনীতিক ও দেশের বিশিষ্টজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিএনপির ইশতেহার ঘোষণার পর সারাদেশের প্রতিটি সংসদীয় এলাকায় সাধারণ ভোটারদের মাঝে তা পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।
×