ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলন্ত গাড়ি থেকে টাকার বৃষ্টি

প্রকাশিত: ০৬:০১, ১৮ ডিসেম্বর ২০১৮

চলন্ত গাড়ি থেকে টাকার বৃষ্টি

এ যেন টাকার বৃষ্টি! চলন্ত ট্রাক থেকে উড়ে আসছে টাকা। আর ছড়িয়ে পড়া সেই টাকা কুড়িয়ে নিতে হুড়োহুড়ি চলছে রাস্তায়। গাড়ি থামিয়ে দলে দলে চালকরা যোগ দিচ্ছে টাকা কুড়িয়ে নেয়ার জন্য। সম্প্রতি এ রকম একটা ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার ভিডিও ফুটেজ। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ইস্ট রাদারফোর্ড পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে আটটার দিকে টাকা ভর্তি একটি চলন্ত ট্রাক থেকে কোন কারণে টাকা বেরিয়ে ছড়িয়ে পড়তে শুরু করে রাস্তায়। টাকা কুড়িয়ে নিতে হুড়োহুড়ি পড়ে যাওয়ার কারণে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়। নিউইয়র্ক সিটির নিকটবর্তী মেটলাইফ স্টেডিয়ামের কাছেই এই ঘটনা ঘটে। যদিও পুলিশ দফতর থেকে সকলকে আবেদন করা হয়েছে কুড়িয়ে নেয়া টাকা ফেরত দেয়ার জন্য। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? পুলিশের তরফে জানানো হয়েছে, সেই ট্রাকের একটি দরজার ‘লক’ ঠিকঠাক কাজ না করাতেই এই বিপত্তি ঘটেছে। এ সময় ঠিক কত টাকা খোয়া গেছে বুঝতে একটি অডিটের ব্যবস্থাও করা হয়েছে। -আনন্দবাজার পত্রিকা অনলাইন
×