ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির নেতা ও কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০৩, ১৮ ডিসেম্বর ২০১৮

বিএনপির নেতা ও কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন বন্ধ ও দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি। রিজভী বলেন, শহীদুল ইসলাম বাবুলকে মহাখালী থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু তাকে আটকের বিষয়টি স্বীকার করছে না আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য তার পরিবার ও দলের নেতাকর্মীরা গভীরভাবে উৎকণ্ঠিত। আমি অবিলম্বে শহীদুল ইসলাম বাবুলকে জনসমক্ষে হাজির করে সুস্থাবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। রিজভী বলেন, ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমিনবাজার এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আউয়ালের নেতৃত্বে পুলিশ আকস্মিকভাবে আক্রমণ চালায় এবং তার গাড়ি ভাংচুর ও অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করে। এ সময় পুলিশ সেখান থেকে পুলিশ বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেফতার করে। এভাবে জুলুমের এক মহাতা-ব চলছে সেখানে। রিজভী বলেন, মীরসরাই বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী ও যুগ্ম আহ্বায়ক গাজী নিজামকে রবিবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে বিকেল ৩টায় ডিবি পুলিশ গ্রেফতার করে। রাত ৮টায় তাদের গ্রামের বাড়িতে অস্ত্র উদ্ধারের নামে নিয়ে আসে চোখে কালো কাপড় বেঁধে। রিজভী আরও অভিযোগ করেন, নোয়াখালীর রামগঞ্জে ধানের শীষের প্রার্থীকে নিয়ে প্রচারের কারণে জাসাস সভাপতি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদের বাড়িতে সন্ত্রাসীরা আক্রমণ করে ব্যাপক ক্ষতিসাধন করে। বাগেরহাটের মোল্লারহাটের কোদালিয়া ইউনিয়নে গণসংযোগকালে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার বাহিনী আক্রমণ করে। এতে কয়েকজন আহত হয়। বাগেরহাট পিসি কলেজের সামনে ধানের শীষের প্রার্থী গণসংযোগ করলে অতর্কিত হামলা করে প্রার্থী এম.এ. সালামসহ ৭ জন নেতাকর্মীকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এছাড়া চারটি গাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। রিজভী বলেন, মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় নির্বাচনী প্রচারে জয়বাংলা স্লোাগান দিয়ে প্রার্থীর ওপর আক্রমণ করে সন্ত্রাসীরা।
×