ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবারের অসচ্ছলতা দূর করতে অপহরণের পর স্কুলছাত্র খুন

প্রকাশিত: ০৬:০৪, ১৮ ডিসেম্বর ২০১৮

পরিবারের অসচ্ছলতা দূর করতে অপহরণের পর স্কুলছাত্র খুন

স্টাফ রিপোর্টার ॥ হাতের লেখার সঙ্গে চিরকুট মিলিয়ে পারভেজ শিকদার ও ফয়সাল নামে দুই খুনীকে গ্রেফতার করেছে র‌্যাব। এরপর বেরিয়ে আসে অপহৃত স্কুলছাত্র সাদমান ইকবাল রাকিন খুনের চাঞ্চল্যকর ঘটনা। সোমবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘটনা জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম। তিনি জানান, গত ৫ ডিসেম্বর অপহৃত হয়েছিল শিশু সাদমান। পাঁচদিন পর তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায় নিহতের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার ফাউগান গ্রামের পাশের বাঁশঝাড় থেকে। নিহতের বাবা সৈয়দ শামীম ইকবাল ৭ ডিসেম্বর থানায় মামলা করেন। তদন্তে নামে র‌্যাব। শিশু সাদমানকে অপহরণের পর একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল। সেই নম্বরটিতে দ্রুত ফ্ল্যাক্সিলোড করতে সিগারেটের ছোট কাগজে নম্বরটি লিখে দিয়ে চলে গিয়েছিলেন খুনীরা। একপর্যায়ে ওই চিরকুটটি আসে র‌্যাবের হাতে। শুরু হয় অনুসন্ধান। অবশেষে হাতের লেখা মিলিয়ে পারভেজ ও ফয়সাল নামে খুনীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-১ এর দলটি।
×