ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌকাকে জয়ী করতে একাট্টা হলেন মুক্তিযোদ্ধারা

প্রকাশিত: ০৬:০৪, ১৮ ডিসেম্বর ২০১৮

নৌকাকে জয়ী করতে একাট্টা হলেন মুক্তিযোদ্ধারা

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে একাট্টা হলেন মুক্তিযোদ্ধারা। সোমবার রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় তারা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ হন। মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক মোঃ সেলিমুল্লাহ প্রমুখ। জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব জি, কে, বাবুল বলেন, এই সরকার আমাদের সরকার। মুক্তিযুদ্ধের সরকার। সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। মাসিক ভাতা সকলের জন্য ১০ হাজার টাকা দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের স্বল্প সুদে গৃহ ঋণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখে উন্নীত করেছে। কাঞ্চন ব্রিজের পার্শ্বে ৭৬ বিঘা সম্পতি ঠিক করা হয়েছে, সেখানে হাসপাতাল তৈরি করা হবে।
×