ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরে বাংলা নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৬:০৫, ১৮ ডিসেম্বর ২০১৮

শেরে বাংলা নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন অফিস সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত ১শ’ ৫০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ার এ অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ১শ’ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত হয়েছে। নিয়মিত অভিযানের ভিত্তিতে এটি পরিচালনা করা হয়।
×