ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ মালয়েশিয়া ॥ সমর্থন বাহরাইনের

প্রকাশিত: ০৬:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ মালয়েশিয়া ॥ সমর্থন বাহরাইনের

যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়ারও জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বাহরাইন। এদিকে এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে মালয়েশিয়া। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, তাদের (অস্ট্রেলিয়া) পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়ার উদ্যোগ ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহ্ম্মাদ অস্ট্রেলিয়ার পদক্ষেপের বিরোধিতা করে বলেছেন, ইসরাইলের রাজধানী নয় বরং জেরুজালেম এখন যেমন আছে তেমনই থাকা উচিত। কয়েক দশক ধরে চলা মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে শনিবার অস্ট্রেলিয়া পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। যদিও এখনই তেল আবিব থেকে দূতাবাস সরানোর পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বরং পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনীদের আকাক্সক্ষার প্রতিও অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে বলে জানান তিনি। -বিবিসি
×