ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এয়ারপডস আনছে গুগল ও এ্যামাজন

প্রকাশিত: ০৭:০৮, ১৮ ডিসেম্বর ২০১৮

এয়ারপডস আনছে গুগল ও এ্যামাজন

২০১৯ সালের দ্বিতীয়ার্ধে এ্যাপলের তারবিহীন ‘এয়ারপডস’ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগল ও এ্যামাজনও এমন ইয়ারফোন আনতে পারে বলে ধারণা করছেন টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ-এর বিশ্লেষক মিং-চি কুয়ো। এ্যাপল বিষয়ে সঠিক তথ্য জানানোয় খ্যাতি রয়েছে কেজিআই সিকিউরিজ-এর সাবেক এই বিশ্লেষকের। চলতি মাসের শুরুতেই এয়ারপডস-কে এ্যাপলের এ যাবতকালের ‘সবচেয়ে জনপ্রিয় এ্যাকসেসোরি’ বলেছেন কুয়ো। এবারে এক গবেষণা নথিতে কুয়ো বলেন, ‘আমাদের বিশ্বাস এয়াপডস-এর সাফল্য গুগল ও এ্যামাজনের নজর কেড়েছে এবং প্রতিষ্ঠান দু’টি ২০১৯ সালে এয়ারপডস-এর মতো পণ্য বাজারে আনবে। দুই প্রতিষ্ঠান মিলে ২০১৯ সালে এ ধরনের মোট এক থেকে দুই কোটি পণ্য সরবরাহ করবে।’ সামনের বছর এয়ারপডস-এর নতুন সংস্করণ আনতে পারে এ্যাপল। ওই বছর প্রতিষ্ঠানটির এয়ারপডস সরবরাহ সাড়ে পাঁচ কোটির কাছাকাছি হবে বলেও ধারণা করছেন কুয়ে। -অর্থনৈতিক রিপোর্টার
×