ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে সংখ্যালঘু নির্যাতনে বিএনপির দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৭:১০, ১৮ ডিসেম্বর ২০১৮

বরিশালে সংখ্যালঘু নির্যাতনে বিএনপির দুঃখ প্রকাশ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ২০০১ সালের নির্বাচন পরবর্তী বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট সরকারের সময়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সংখ্যালঘু নির্যাতনের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী ও তৎকালীন সংসদ জহির উদ্দিন স্বপন। সোমবার দুপুরে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি (স্বপন) বলেন, ২০০১ সালে আমি এমপি নির্বাচিত হওয়ার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। আজ ১৭ বছর পরেও এমনকি এর আগেও এসব ঘটনার জন্য সেই সময়কার এমপি হিসেবে দুঃখপ্রকাশ করে আমি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আমার হাতে সুযোগ আসে তাহলে ১৭ বছর হোক আর ৩৭ বছর হোক যেকোন অপরাধ আইনের আওতায় আনার জন্য চেষ্টা করব। উল্লেখ্য, বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে জহির উদ্দিন স্বপন এমপি থাকাকালীন সময়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়সহ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা। স্থানীয় ও বরিশাল বিভাগীয় শহরে কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন প্রধান নির্বাচন কর্মকর্তার কঠোর সমালোচনা করে ‘লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত’র মিথ্যাচার স্বচোখে দেখতে সিইসিকে তার বাড়িতে এক রাত থাকার আহ্বান করেন। লিখিত বক্তব্যে জহির উদ্দিন স্বপন সিইসি, প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করে আরও বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর এবং তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয় লোকজনদের অব্যাহত হামলার ঘটনায় প্রশাসন কার্যকরী কোন ভূমিকা পালন করছেন না। এসব ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছেন। এছাড়া আওয়ামী লীগের কতিপয় নেতা প্রকাশ্যে তাকে শারীরিকভাবে আঘাত করার হুমকি প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় সারাদেশে বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনায় এখন তিনি নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন। তিনি আরও বলেন, তার নির্বাচনী প্রচার-প্রচারণা এবং পোস্টার টানাতে বাঁধা প্রদান করছে প্রতিপক্ষের লোকজনে। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন।
×