ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বাবার ট্রাকের চাকায় প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশিত: ০৭:১০, ১৮ ডিসেম্বর ২০১৮

কুমিল্লায় বাবার ট্রাকের চাকায় প্রাণ গেল দুই ভাইয়ের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাবার চালিত ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে। সোমবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সহোদর হচ্ছে-শরিয়তপুর জেলার নাজিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবার চালিত ট্রাকে করে মাকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিলেন। জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সামনে বসিয়ে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নাজিম উদ্দিন। কিন্তু অসাবধানতাবশত হঠাৎ সিয়াম ও জেহাদ গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। তারপর বাবার চালিত ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ওই দুই ভাই নিহত হয়। সাভারে মা-মেয়ে নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২০ জন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-র সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে মহাসড়কের বিপিএটিসি’র সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ‘ওয়েলকাম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এ সময় বাসের ভেতরে থাকা ২২ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে অজ্ঞাতনামা মা (২৫) ও মেয়ে (৪) নিহত হয়। টাঙ্গাইলে ২ নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, পোড়াবাড়ি নামকস্থানে সোমবার বেলা ১১টায় বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। শেরপুরে জাসদ নেতা নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, ঝিনাইগাতী উপজেলায় অটোরিক্সা উল্টে ইন্তাজ আলী (৪৫) নামে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এক নেতা নিহত হয়েছেন। সোমবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী নালিতাবাড়ী উপজেলা জাসদের সহ-সভাপতি ও স্থানীয় ঘাটপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে জাসদ নেতা ইন্তাজ আলী নালিতাবাড়ী উপজেলা থেকে অটোরিক্সাযোগে শেরপুর জেলা শহরে যাওয়ার পথে ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের জন্য একটি শিশু দৌড় দেয়।
×