ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না ’গঞ্জ-৩ আসনে এবার ত্রিমুখী লড়াই

প্রকাশিত: ০৭:১১, ১৮ ডিসেম্বর ২০১৮

না ’গঞ্জ-৩ আসনে এবার ত্রিমুখী লড়াই

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে জাতীয়পার্টির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীকে ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তারা প্রতিদিনই গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারের মাধ্যমে এ আসনটি সরগরম করে রেখেছেন। সকাল থেকে রাত পর্যন্ত এ আসনের প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী মাঠে থাকলেও এ আসনে মূলত ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ আসনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা নির্বাচনী প্রচারে গিয়ে বিগত দিনের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা নির্বাচনী সভায় বলেন, বিভিন্ন পেশাজীবী, সকল নেতাকর্মী, আমাদের মা-বোনদের ও আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিগত ৫টি বছর আমি সোনারগাঁয়ের উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। সোনারগাঁয়ের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার মাতৃতুল্য নেত্রী মহাজোট নেত্রী (শেখ হাসিনা) আজকে সোনারগাঁওকে রাজাকার মুক্ত, স্বাধীনতা বিরোধী মুক্ত, স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করে সোনারগাঁয়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাকে আবারো দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমি রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানিয়ে আমার নেত্রীর কাছে শুকরিয়া জানাচ্ছি। আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল-কায়সার বলেন, সোনাগাঁয়ের জনগণের চাপে ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিয়েছেন। সিরাজগঞ্জ-৫ ॥ মমিন ম-লের গণসংযোগ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৭ ডিসেম্বর ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মহাজোট সমর্থিত প্রার্থী ম-ল গ্রুপের এমডি (সিআইপি) ও বর্তমান এমপি আলহাজ আব্দুল মজিদ ম-ল তনয় আব্দুল মমিন ম-ল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরোদমে গণসংযোগ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বেলকুচি উপজেলার গোপালপুর মসজিদ রোড এলাকায় আলহাজ শেখ আব্দুস সালামের সভাপতিত্বে গণ জমায়েতে নৌকার পক্ষে বক্তব্য রাখেন তরুণ প্রার্থী আব্দুল মমিন ম-ল। এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা আসগর আলী বিএসসি সহ দলীয় নেতৃবৃন্দ।
×