ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাপা নেতাকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ

প্রকাশিত: ০৭:১১, ১৮ ডিসেম্বর ২০১৮

জাপা নেতাকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ, ১৭ ডিসেম্বর ॥ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক আবু জাফর সরকার ও তার ছোট ভাই রিপন সরকারকে প্রতিহিংসামূলকভাবে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সোমবার সকালে ভালুকা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা যুব সংহতির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে, নেতৃবৃন্দ এ হত্যা মামলা থেকে জাতীয় পার্টির নেতা আবু জাফর সরকার ও রিপন সকারের নাম প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় যুব সংহতি ভালুকা উপজেলা শাখার সভাপতি ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মুর্শিদ মিয়াসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সংবাদ কর্মীগণ। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর কাশর এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় মোস্তফা তার মা মরিয়ম বেগম ওরফে শহর বানুকে দা দিয়ে জবাই করে হত্যা করে। হত্যা পর মোস্তফাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। মোস্তফা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে সে একাই এ হত্যাকা- ঘটিয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে হত্যার দায় স্বীকার করেছে।
×