ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোটেল থেকে ভোটে আবু হেনা ॥ কর্মী সঙ্কট

প্রকাশিত: ০৭:১৬, ১৮ ডিসেম্বর ২০১৮

হোটেল থেকে ভোটে আবু হেনা ॥ কর্মী সঙ্কট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাবেক আমলা আবু হেনা। রাজশাহীর বাগমারা আসনের সাবেক এমপি। রাজশাহীর বাগমারা এমনকি জেলার কোথাও তার বাড়িঘর নেই। তার সবকিছু আমেরিকায়। ঢাকায় এলে থাকেন সোনারগাঁও হোটেলে। সেখান থেকেই রাজনীতি করেন তিনি। গত ১০ বছর এলাকায় ফেরেননি। বিএনপি জোট সরকারের আমলে দাপুটে এমপি থাকলেও দীর্ঘদিন এলাকায় না ফেরায় এখন নির্বাচনী এলাকায় কর্মী পাচ্ছেন না তিনি। এবারও রাজশাহী-৪ আসনের বিএনপির প্রার্থী তিনি। রাজশাহী শহরের হোটেল থেকে আবারও নির্বাচনে অংশ নিয়েছেন। সারাদিন এলাকায় থাকলেও রাতে ফেরেন নগরীর একটি হোটেলে। এদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রচারে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী এনামুল হক এমপি। কেবল মাঠের প্রচার নয়, ডিজিটাল প্রচারেও এগিয়ে এই নৌকার প্রার্থী। ভোটের মাঠ দখলে থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত। বিভেদ কাটিয়ে ভোটের মাঠে একাট্টা হয়ে বিজয় ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েছেন তারা। তবে শুরু থেকেই পিছিয়ে পড়েছেন বিএনপির প্রার্থী দুই বারের সাবেক এমপি আবু হেনা। ভোটের প্রচারে চরম কর্মী সঙ্কটে রয়েছেন তিনি। পোস্টার-ব্যানার-ফেস্টুন লাগানোর কর্মী পাচ্ছেন না বিএনপির এই প্রার্থী। যদিও বিএনপির নেতারা দাবি করছেন শঙ্কা ও সংশয় কাটিয়ে ভোটের মাঠে সরব হচ্ছে বিএনপির নেতাকর্মীরাও। এবার রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এরা হলেন, আওয়ামী লীগের দুইবারের এমপি প্রকৌশলী এনামুল হক, বিএনপির দুইবারের সাবেক এমপি আবু হেনা ও ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম খান। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মতিউর রহমান টুকু বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বাগমারা আওয়ামী লীগ সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী। উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়েও সংগঠিত নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীরা নৌকার পক্ষে ঝাঁপিয়ে পড়েন। তাই উপজেলাজুড়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
×