ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী ছাড়াই গড়াচ্ছে নির্বাচন

প্রকাশিত: ০৭:১৬, ১৮ ডিসেম্বর ২০১৮

বগুড়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী ছাড়াই গড়াচ্ছে নির্বাচন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩(আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়াই শেষ পর্যন্ত নির্বাচন গড়াচ্ছে ! এই আসনে বিএনপি প্রার্থী উপজেলা চেয়ারম্যান মুহিত তালুকদারের প্রার্থিতা উচ্চ আদালতে স্থগিত হয়ে যাওয়ায় ধানের শীষ প্রতীক ছাড়াই এখানে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিএনপি প্রার্থী উচ্চ আদালতের আপীলে তার প্রার্থিতা স্থগিত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, এ বিষয়ে দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিবেন। তবে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত হলেও এই আসনে মহাজোটের জাপা প্রার্থীসহ আরও ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া-৩ আসনে বিএনপি যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুল মোমেন তালুকদার খোকাসহ ৩ জনকে দলীয় মনোনয়ন দিয়েছিল। এর মধ্যে আব্দুল মোমেন তালুকদারের ভাই উপজেলা চেয়ারম্যান আবুল মুহিত তালুকদারের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হলে তিনি আদালতে যান। অপরদিকে দলীয়ভাবে মোমেন তালুকদারের স্ত্রী মাছুদা মোমেনকে বিএনপি প্রার্থী করলে মোমেন তালুকদার তার প্রার্থিতা প্রত্যাহার করেন। ৯ ডিসেম্বর মুহিত তালুকদার হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলে বিএনপি তাকেই দলের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দিয়েছিল। এর প্রেক্ষিতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠির ভিত্তিতে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। অপরদিকে মুহিত তালুকদারের প্রার্থিতা স্থগিত করতে ইসি উচ্চ আদালতে আপীল করে। সোমবার এই আপীলের শুনানি ও তার প্রার্থিতা স্থগিত হয়ে যায়। এ বিষয়ে বিএনপি প্রার্থী মুহিত তালুকদার জানান, নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশ স্থগিত করতে এ্যাপিলেড ডিভিশনে আপীল করেছিল। এতে তার প্রার্থিতা স্থগিত হয়ে যায় এবং তিনি এখন আর নির্বাচনের মাঠে নেই। তিনি আরও জানান, বগুড়া- ৩ আসনের বিষয়ে এখন দলীয় হাইকমান্ড সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহম্মাদ জানান, বগুড়া-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রার্থিতা স্থগিতের বিষয়টি তিনি গণমাধ্যমে শুনেছেন তবে এ সংক্রান্ত কোন নির্দেশনা বা কাগজ তার হাতে পৌঁছেনি। উচ্চ আদালত প্রার্থিতা স্থগিত করলে ওই আসনে এখন আর ধানের শীষ প্রতীক নিয়ে কারও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকে না বলে তিনি জানান। তবে নির্বাচন কমিশন বা আদালতের আদেশ হাতে পৌঁছানোর পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানিয়েছেন। বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত হওয়ায় আদমদিঘী-দুপচাঁচিয়া আসনে এখন প্রার্থী রয়েছেন- লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার, টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মোঃ আব্দুল কাদের জিলানী(টেলিভিশন) কোদাল প্রতীকে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোঃ লিয়াকত আলী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোহাম্মদ ইদ্রিস আলী, আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আফজাল হোসেন, ডাব প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ ও মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম।
×