ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে প্রার্থী ঘরে, স্বামী প্রচারে

প্রকাশিত: ০৭:১৭, ১৮ ডিসেম্বর ২০১৮

মির্জাপুরে প্রার্থী ঘরে, স্বামী প্রচারে

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৭ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের একমাত্র নারী এমপি প্রার্থী শ্রীমতি রুপা রায় চৌধুরী স্বামী-সন্তান নিয়ে নির্বাচনী প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন। তার নির্বাচন পরিচালনা থেকে শুরু করে সকল কর্মকা-ে সর্বেসর্বা হলেন তার স্বামী হিমাংশু শেখর রায় চন্দন। চন্দন বাইসাইকেল নিয়ে এলাকার বিভিন্ন স্থানে পোস্টার লাগাচ্ছেন। তবে কোথাও ভোট প্রার্থনা করতে দেখা যায়নি। তাদের কোন কর্মী-সমর্থকও লক্ষ্য করা যায়নি। উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে রুপা রায়ের বাড়িতে গিয়ে দেখা গেছে রুপা রায়ের স্বামী হিমাংশু শেখর রায় চন্দন বাইসাইকেলে বাঁশের তৈরি একটি মই (চঙ), কিছু রশি ও পোস্টার বাঁধছেন। তাকে সহযোগিতা করছে তার শিশুপুত্র রাজ শেখর রায়। পাশেই বসে আছেন রুপা রায়ের শ্বশুর দলিল লেখক ভবেশ রায় (ভবেশ ভে-ার)। এমপি প্রার্থী গৃহবধূ রুপা রায় চৌধুরী তখন সাংসারিক কাছে ব্যস্ত ছিলেন। রুপা রায়ের স্বামী চন্দন বলেন, আমাদের তেমন পয়সাকড়ি নেই। কর্মী রাখলে তো খরচ দিতে হবে। তাই নিজেরাই নির্বাচনের কাজ করছি। কাউকে বাড়তি একটি পয়সাও দেয়া হবে না বলে রুপা রায়ের শ্বশুর ভবেশ রায় জানান। চন্দন আরও বলেন, একটি চঙ (মই) কিনতে অনেক টাকা লাগে তাই বাঁশ দিয়ে একটি চঙ বানিয়েছি। এখন নিজেই শুধু পোস্টার লাগাচ্ছি। প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছি। দুই চারদিন পর ভোট চাইতে নামবেন বলে তিনি জানান। এখন চন্দন নিজেই বাইসাইকেল নিয়ে এলাকার বিভিন্ন স্থানে পোস্টার লাগাচ্ছেন। প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) থেকে মনোনয়ন পাওয়া নারী প্রার্থী রুপা রায় চৌধুরী বলেন, আমাদের অধিকার আদায় করতে হলে ছোট জায়গা থেকে সাহস করে কাজ শুরু করতে হবে। আস্তে আস্তে সমর্থন পাবেন বলে তিনি জানান। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোঃ একাব্বর হোসেন এমপি (নৌকা), বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), খেলাফত মসলিসের মাওলানা মজিবর রহমান (ঘড়ি), জাতীয় পার্টির জহিরুল ইসলাম (লাঙল) ও ইসলামী আন্দোলনের শাহিনুর রহমান (হাত পাখা)।
×