ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীমের গণসংযোগ

প্রকাশিত: ০৭:১৮, ১৮ ডিসেম্বর ২০১৮

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীমের গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৭ ডিসেম্বর ॥ শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী একেএম এনামুল হক শামীম তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা আর কর্মী সমাবেশ করে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এখনও বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী নির্বাচনী প্রচারে মাঠে নামেননি বা তার কোন পোস্টারও সাঁটানো হয়নি। সোমবার নড়িয়া উপজেলার নশাসন, মাঝিরহাট, ডিগ্রীসহ কয়েকটি কর্মিসভায় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সোমবার দুপুরে নশাসন ইউনিয়নের মাঝিরহাটে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী একেএম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল ওহাব বেপারি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান রাঢ়ী প্রমুখ। জানা গেছে, নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন অভ্যন্তরীণ কোন্দল নেই। নড়িয়ার নেতা আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী একেএম এনামুল হক শামীমের নেতৃত্বে মাঠ পর্যায়ের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা ও জেলার নেতাকর্মীরা এক মঞ্চে নির্বাচনী প্রচার চালানোর ফলে ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে অফিস, আদালত, ব্যবসা-বাণিজ্য কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বত্র এখন ভোটালাপ চলছে জোরেশোরে।
×