ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে টিএস আইয়ুবের বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশিত: ০৭:১৮, ১৮ ডিসেম্বর ২০১৮

যশোরে টিএস আইয়ুবের বাড়িতে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব অভিযোগ করেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বারবার প্রশাসনের কাছে দাবি জানালেও কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। প্রতিদিন ধানের শীষের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘গত রবিবার রাতে আমার বাড়িতেও হামলা করা হয়েছে। ঘটনার সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও আমি পাইনি। কিন্তু হামলা মামলা করে আমাদের নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। এক হাতে জীবন আর হাতে সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে আমরা মাঠে থাকব।’ সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে টিএস আইয়ুব বলেন, পুরো বাঘারপাড়া উপজেলায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর ওয়ারেন্ট ছাড়াই অন্তত ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ধানের শীষের এই প্রার্থী বাঘারপাড়া ও অভয়নগর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।
×