ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে বিরোধ মিটিয়েছে নৌকা

প্রকাশিত: ০৭:১৯, ১৮ ডিসেম্বর ২০১৮

নান্দাইলে বিরোধ মিটিয়েছে নৌকা

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৭ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দীর্ঘদিনের বিরোধ মিটিয়েছে ‘নৌকা প্রতীক’। এই আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। ’১৪ সালের ৫ জানুয়ারির পর তার নিজ এলাকা নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সঙ্গে বিরোধ দেখা দেয়। এই বিরোধের কারণে গত পাঁচ বছর আলাদাভাবে তিনি দলীয় কর্মসূচী পালন করেন। কর্মসূচী পালন করতে গিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন। এতে খুনের ঘটনাও ঘটেছে। হয়েছে পাল্টাপাল্টি মামলা। এই বিরোধের কারণে আসনটি হারানোর আশঙ্কা করছিল দলীয় কর্মীরা। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এমপি বিরোধীরা এবার একাট্টা হয়ে মাঠে নেমেছে। গত কয়েকদিন ধরে এলাকায় এমপি বিরোধী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি শাহাব উদ্দিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাহান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নৌকা প্রতীককে বিজয়ী করতে এমপি তুহিনের সঙ্গে বিভিন্ন স্থানে গণসংযোগ সহ সমাবেশে যোগ দিচ্ছেন। এতে করে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে বিজয়ের আশা যোগিয়েছে। অপরদিকে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এমন কয়েকজন প্রার্থী এমপি তুহিনের সঙ্গে নৌকার পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এদের মধ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, মোস্তাফিজুর রহমান খান প্রমুখ। দলীয় মনোনয়ন না পেলেও তারা এমপি তুহিনের পক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। এসময় তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন।
×