ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্থে পরাজয়ের শঙ্কায় কোহলিরা!

প্রকাশিত: ০৭:৪২, ১৮ ডিসেম্বর ২০১৮

পার্থে পরাজয়ের শঙ্কায় কোহলিরা!

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেডে নাটকীয় জয়ে বহুল সফরে এগিয়ে গিয়েছিল ভারত। পার্থে দ্বিতীয় টেস্টে স্পরিটটা ধরে রাখতে পারেনি কোহলি এ্যান্ড কোং। ২৮৭ রানের জয়ের লক্ষ্যে চতুর্থ দিন শেষে ১১২ রান তুলতেই শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে সফরকারীরা। জিততে হলে আজ শেষ দিনে চাই আরও ১৭৫। ক্রিজে আছেন হনুমা বিহারি (২৪*) ও ঋষভ পন্থ (৯*)। অপেক্ষায় থাকা চারজনের সবাই বোলার। অধিনায়ক কোহলির (১২৩) দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে অতিথিরা অলআউট হয় ২৮৩ রানে। অস্ট্রেলিয়া ৩২৬ ও ২৪৩। বাস্তবতার বিচারে এই টেস্ট বাঁচানো কোহলিদের পক্ষে অসম্ভব। পরিসংখ্যানও তাদের সঙ্গে নয়। হতে পারে এক নম্বর দল, কিন্তু ভারত গত পাঁচ বছরে দুই শ’র বেশি রান তাড়া করে কখনোই জিততে পারেনি। টেস্টে গত পাঁচ বছরে দুই শ’র বেশি রান তাড়া করতে নেমে ভারত ১২ বারের ৮ বারই হেরেছে। ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। শুধু তা-ই নয়, ২০১৪ সাল থেকে এ সময় পর্যন্ত চতুর্থ ইনিংসে দুই শ’র বেশি রান তাড়া করে জয়ের নজিরই রয়েছে সর্বসাকল্যে ছয়। ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে থামিয়ে লক্ষ্যটা তিন শ’ রানের নিচে রেখেছিলেন মোহাম্মদ শামি (৬/৫৬, আগের সেরা ৫/২৮)। তবে এক শ’ রানের (৯৮/৫) মধ্যে ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বিদায় করে জয়ের পথে এগিয়ে অস্ট্রেলিয়া। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারে লোকেশ রাহুলকে বোল্ড করে ফেরান মিচেল স্টার্ক। চেতেশ্বর পুজারাকে বেশিক্ষণ টিকতে দেননি জশ হ্যাজেলউড। মুরালি বিজয় খেলছিলেন আস্থার সঙ্গে। কোহলির সঙ্গে এগিয়ে নিচ্ছিলেন দলকে। পরপর দুই ওভারে তাদের ফেরান অফ স্পিনার নাথান লেয়ন। ২০ রান করে বোল্ড হন বিজয়। ১৭ রান করে স্লিপে খাওয়াজার হাতে ধরা পড়েন কোহলি। ৫৫ রানে চার উইকেট হারানো ভারত আশা জাগিয়েছিল অজিঙ্কা রাহানে-বিহারির ব্যাটে। পেসার হ্যাজেলউডের বলে পয়েন্টে ট্র্যাভিস হেডের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন রাহানে। ভাঙে ৪৩ রানের জুটি। দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন বিহারি ও পন্থ। হ্যাজেলউড ও লেয়ন নেন দুটি করে উইকেট। তার আগে ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া এগিয়ে যায় সাবলীলভাবে। উসমান খাজা ও অধিনায়ক টিম পেইন দলকে দাঁড় করান ৪ উইকেটে ১৯২ রানের দৃঢ় ভিতের ওপর। শামির দারুণ বোলিংয়ে ৫১ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়ে ২৪৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পেইনকে ফিরিয়ে শামি ভাঙেন স্বাগতিকদের প্রতিরোধ। আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া এ্যারন ফিঞ্চ ক্রিজে ফিরে টিকতে পারেন মাত্র এক বল। ২১৩ বলে ৫ চারে ৭২ রান করা খাজাকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নেন শামি। প্যাট কামিন্সকে জাসপ্রিত বুমরাহ দ্রুত ফিরিয়ে দিলে ১৯৮ রানে ৮ম উইকেট হারায় স্বাগতিকরা। স্টার্কের ১৪ আর ১১ নম্বর ব্যাটসম্যান হ্যাজেলউডের অপরাজিত ১৭ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত আড়াই শ’ রানের কাছাকাছি যায় অস্ট্রেলিয়ার রান। সংক্ষিপ্ত স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩২৬/১০ (১০৮.৩ ওভার; হ্যারিস ৭০, ফিঞ্চ ৫০, খাজা ৫, মার্শ ৪৫, হ্যান্ডসকম ৭, হেড ৫৮, পেইন ৩৮, কামিন্স ১৯, স্টার্ক ৬, লায়ন ৯*, হ্যাজেজলউড ০; ইশান্ত ৪/৪১, বুমরাহ ২/৫৩, উমেশ ২/৭২, শামি ০/৮০, বিহারি ২/৫৩, বিজয় ০/১০) ও দ্বিতীয় ইনিংস ২৪৩/১০ (৯৩.২ ওভার; হ্যারিস ২০, ফিঞ্চ ২৫, খাজা ৭২, মার্শ ৫, হ্যান্ডসকম ১৩, হেড ১৯, পেইন ৩৭, কামিন্স ১, স্টার্ক ১৪, লায়ন ৫, হেইজেলউড ১৭*; ইশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬, উমেশ ০/৬১, বিহারি ০/৩১) ভারত প্রথম ইনিংস ২৮৩/১০ (১০৫.৫ ওভার; রাহুল ২, বিজয় ০, পুজারা ২৪, কোহলি ১২৩, রাহানে ৫১, বিহারি ২০, পন্থ ৩৬, শামি ০, ইশান্ত ১, উমেশ ৪*, বুমরাহ ৪; স্টার্ক ২/৭৯, হ্যাজলউড ২/৬৬, কামিন্স ১/৬০, লেয়ন ৫/৬৭)। ও দ্বিতীয় ইনিংস ১১২/৫, লক্ষ্য ২৮৭ (৪১ ওভার, রাহুল ০, বিজয় ২০, পুজারা ৪, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৪*, পন্থ ৯*; স্টার্ক ১/২৮, হ্যাজেলউড ২/২৪, কামিন্স ০/২৪, লেয়ন ২/৩০)। ** চতুর্থ দিন শেষে
×