ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপার সাব শাকিরির ছোবলে নীল ম্যানইউ

প্রকাশিত: ০৭:৪২, ১৮ ডিসেম্বর ২০১৮

সুপার সাব শাকিরির ছোবলে নীল ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ এক সময় মনে হচ্ছিল ম্যাচটি বোধ হয় ড্র হতে চলেছে। কিন্তু তা হতে দেননি সুইজারল্যান্ডের মিডফিল্ডার জারদার শাকিরি। ম্যাচের ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই তিনি ছোবল দেন প্রতিপক্ষকে। মাত্র সাত মিনিটের ব্যবধানে তার করা জোড়া গোলে ভর করেই হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। রবিবার রাতে এই ম্যাচটি জিতে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যানচেস্টার সিটিকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে জার্গেন ক্লপের দল। ঘটনাবহুল রাতে চেলসি ২-১ গোলে ব্রাইটনকে হারালেও এবারের লীগে প্রথম হারের স্বাদ পেয়েছে আর্সেনাল। এ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনের মাঠে ৩-২ গোলে হেরেছে গানার্সরা। বর্তমানে ১৭ করে ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিভারপুল। ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি এবং ৩৭ ও ৩৪ পয়েন্ট করে নিয়ে চেলসি ও আর্সেনালের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম। এ্যানফিল্ডে সাদিও মানের দারুণ নৈপুণ্যে ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ৩৩ মিনিটে গোলরক্ষক এ্যালিসনের ভুলে সমতায় ফেরে শুরু থেকে বল দখলে ও আক্রমণে পিছিয়ে থাকা ম্যানইউ। বিরতির পর ৭৩ মিনিটে সৌভাগ্যসূচক গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। গোল করেন শাকিরি। ৮০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্টো ফিরমিনোর পাস ধরে শাকিরির নেয়া জোরালো শট ইংলিশ ডিফেন্ডার এরিক বেইলির পায়ে লেগে দিক পাল্টে ঠিকানা খুঁজে পায়। ম্যাচে যোগ্য দল দল হিসেবেই জিতেছে লিভারপুল। সব সমীকরণে লিভারপুলের চেয়ে বেশ পিছিয়ে ছিল ম্যানইউ। বল দখলে এগিয়ে থাকা স্বাগতিকদের পায়ে বল ছিল ম্যাচের ৬৫ শতাংশ সময়ে। প্রতিপক্ষের গোলমুখে লিভারপুল শট নিয়েছে ৩৬টি, যার ১১টিই ছিল লক্ষ্যে। আর ম্যানইউর গোলমুখে শট ছিল মাত্র ৬টি, যার মাত্র ২টিই লক্ষ্যে রাখতে পেরেছেন লিনগার্ড-লুকাকুরা। আরেক ম্যাচে ব্রাইটনের মাঠে ১৭ মিনিটেই এগিয়ে যায় চেলসি। স্বাগতিকদের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে গোল করেন পেড্রো। এই গোলের রেশ কাটতে না কাটতে আবারও এগিয়ে যায় চেলসি। ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইডেন হ্যাজার্ড। দুই গোলে এগিয়ে থেকে খেলায় কিছুটা ঝিম ঝিম ভাব নিয়ে আসে চেলসি। এই সুযোগে ব্রাইটন এক গোল পরিশোধ করে। ৬৬ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল করেন মার্চ। টানা ২২ ম্যাচ অপরাজিত ছিল আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গার পরবর্তী সময়ে আর্সেনালের এমন পারফর্মেন্স সত্যি ঈর্শ্বনীয়। কিন্তু অপরাজিত থাকার রেকর্ডকে আর দীর্ঘায়িত করতে পারেনি উনাই এমেরির শিষ্যরা। সাউদাম্পটনের মাঠে হারে ইতি টানতে হয় ২২ ম্যাচের অপরাজিত থাকার কীর্তিকে। সেন্ট মেরি স্টেডিয়ামে ২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় সাউদাম্পটন। টার্গেটের করা চোখ ধাঁধানো এক ক্রসে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন ড্যানি ইঙ্গস। তবে সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি আর্সেনাল। ২৮ মিনিটে নাচো মনররেয়ালের ক্রসে হেড থেকে গোল করে দলকে সমতায় ফেরান আলবেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মিখটারিয়ান। দীর্ঘদিন পর গানার্সদের হয়ে গোল করলেন সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ম্যাচের ৪৪ মিনিটে আবারও ম্যাচে এগিয়ে যায় সাউদাম্পটন। রেডমন্ডের ক্রস ড্যানি ইঙ্গস থেকে আবারও হেডে পরাস্ত করেন আর্সেনাল গোলরক্ষক লেনোকে। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। সমতায় ফেরে দ্রুতই। ৫৩ মিনিটে লাকাটেতের ক্রস থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন হেনরিখ মিখটারিয়ান। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই আর্সেনালের অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটিয়ে দেন শার্লি অস্টিন। লঙ্গের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন বদলি হিসেবে নামা এই ফুটবলার।
×