ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন শুরু

দেশী শাটলারদের জয়জয়কার

প্রকাশিত: ০৭:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৮

দেশী শাটলারদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনে আজ সোমবার থেকে শুরু হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগে স্বাগতিক শাটলারদের জয়জয়কার ছিল। প্রতি ম্যাচেই তারা একচেটিয়া আধিপত্যে বজায় রেখে জয় তুলে নেয়। বালক বিভাগে বাংলাদেশের আকিব সোলাইমান ভুটানের রিনঝিনকে, রাজেশ চন্দ্র দে ভুটানের জিম্বা সাংগেকে, আবদুল হামিদ লোকমান মালদ্বীপের মোহাম্মদ আরসালানকে, গৌরব সিং ভুটানের ইয়েসহি রাবতিনকে, রওনক নবী প্রিয় স্বদেশী রাজেশ চন্দ্র দে’কে, খন্দকার আবদুস সোয়াদ মালদ্বীপের আহমেদ নিবালকে, মঙ্গল সিং ভুটানের জামইয়াং পেনজিংকে, আকিব সোলাইমান শ্রীলঙ্কার দুনশানকে, হানিফ মোহাম্মদ শ্রীলঙ্কার নিলংকাকে এবং সিবগাত উল্লাহ ভুটানের অনিশ গুরংকে; বালিকা বিভাগে বাংলাদেশের রেশমা আক্তার স্বদেশী ক্যামেলিয়া ইসলামকে, উর্মি আক্তার স্বদেশী মারজিয়ান রিয়াকে, রহিমা জেরিন আহমেদ মালদ্বীপের রশিদ মাশআকে, ফারবিন বিনতে ইমদাদ ভুটানের ফুন্তশু দিমাকে, ফারজানা আক্তার ভুটানের পিনলে ওয়াগমোকে হারায়। নেপালে সাফ মহিলা ফুটবল শুরু মার্চে স্পোর্টস রিপোর্টার ॥ মহিলাদের সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ আগামী বছরের মার্চে নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালায় অনুষ্ঠিত হবে। ১২-২২ মার্চ চলবে খেলা। বাংলাদেশের গ্রুপ পর্বের খেলাগুলোর তারিখ হচ্ছে : ১২ মার্চ পাকিস্তান, ১৪ মার্চ ভুটান এবং ১৬ মার্চ নেপালের বিপক্ষে। ২০ মার্চ হবে সেমিফাইনাল, ফাইনাল ২২ মার্চ। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ‘সাফ’-এর বরাতে জানিয়েছে খেলাগুলোর তারিখ ও সময়। বাংলাদেশের প্রতিটি খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। ২০১০ সালে কক্সবাজার স্টেডিয়ামে যাত্রা শুরু হয়েছিল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর প্রতি দু’বছর অন্তর হয়ে আসছিল এ আসর। সর্বশেষ ২০১৬ সালের ডিসেম্বরে ভারতের শিলিগুড়িতে হয়েছিল আসরটি। এরপর শ্রীলঙ্কা ছিল এবারের আসরের ভেন্যু। গত সেপ্টেম্বরে সাফের ড্রও হয়েছিল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী নেপাল, ভুটান ও পাকিস্তান। গ্রুপ ‘বি’র দলগুলো হলোÑ ভারত (প্রতিটি আসরেই চ্যাম্পিয়ন), মালদ্বীপ ও শ্রীলঙ্কা। গ্রুপিংয়ের পর জানা যায় শ্রীলঙ্কা মেয়েদের এ টুর্নামেন্টে আয়োজন করতে পারবে না। কারণ আর্থিক সঙ্কট। এরপরও সাফের কর্তারা আশায় ছিলেন।
×