ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই সময়ে হাবিব মোস্তফা

প্রকাশিত: ০৮:০৯, ১৮ ডিসেম্বর ২০১৮

এই সময়ে হাবিব মোস্তফা

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময়ের অন্যতম সঙ্গীত সারথী হাবিব মোস্তফা। বিশেষ করে মরমী সাহিত্য ও সঙ্গীত প্রচারে নিয়মিত কাজ করছেন। গান লেখার পাশাপাশি সমান তালে সুর করছেন গাইছেনও। বর্তমানে নিজের সুরে অন্যের কণ্ঠে গান তুলে দেয়ার বিষয়টি তিনি স্বাচ্ছন্দ্য নিয়ে করছেন। সম্প্রতি হাবিব মোস্তফার সুরে আশিকের কণ্ঠে ‘জীবন জংশন’ ও গামছা পলাশের কণ্ঠে ‘রিপুর ফান্দে’ শিরোনামে দুটি মরমী-সুফি গান প্রকাশ হয়েছে। গান দুটি রচনা করেছেন শামছ আরেফিন এবং সঙ্গীত পরিচালনা করেছেন অণু মোস্তাফিজ। গান দুটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। বছরের প্রথম থেকেই সক্রিয় ছিলেন ইন্ডাস্ট্রিতে। বছর জুড়েই গানের ভুবনে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। বছরের শুরুর দিকে নিজের কণ্ঠে ‘মিলন’ গানের ব্যয়বহুল মিউজিক ভিডিও দিয়ে সকলের নজর কাড়েন তিনি। তারপর তার সুরে আরিয়ান মির্জা ও শান্তা তুলির দ্বৈত গান ‘তুইহীন একটা দিন’ গানের মাধ্যমে শ্রোতাদের প্রশংসা কুড়ান। হাবিব মোস্তফার কথা ও সুরে সায়েরা রেজার কণ্ঠে রেকর্ড হওয়া ‘দিওয়ানা মাস্তানা’ ও ‘রূপনগর’ শিরোনামে দুটি ‘সুফি ফোক’ গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। হাবিব মোস্তফার কথা ও সুরে আরটিভিতে প্রচারিত শিশু শিল্পী স্বস্তিকা দাশের কণ্ঠে ‘শ্যামের দেখা নাই’ গানটিও ছিল শ্রোতাদের মুখে মুখে। কবি জাকির আবু জাফর রচনা করেছেন ‘মুখোশ মানুষ’ শিরোনামে একটি জীবনমুখী গান। হাবিব মোস্তফার সুরে গানটিতে আমিরুল মোমেনীন মানিকের কণ্ঠে শীঘ্রই প্রকাশ হবে। শামছ আরেফিনের কথায় রিংকুর কণ্ঠে হাবিব মোস্তফার সুরে আসছে ‘জিকির’ শিরোনামে একটি সুফি গান। পাশাপাশি গোলাইছ আহমেদের রচনায় হাবিব মোস্তফার সুরে ‘মম রহমান’র কণ্ঠে ‘সময় থাকতে সাধন কর’ এবং রঙ্গন হৃদ্য’র কণ্ঠে ‘মনটা যখন খারাপ থাকে’ শিরোনামে দুটি গান প্রকাশের অপেক্ষায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করুণ মৃত্যুকে নিয়ে নিজের কথা, সুর ও কণ্ঠে গাওয়া ‘রক্তের ঋণ’ গানটি এ বছর হাবিব মোস্তফাকে জাতীয় পরিচিতি এনে দিয়েছে। তারকা শিল্পীদের কণ্ঠে সুফি-ফোক গান করার স্বপ্নে বিভোর সুরকার হাবিব মোস্তফা বর্তমানে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে মিডিয়াতে ‘সুরের সুফি’ হিসেবে পরিচিত পাওয়া হাবিব মোস্তফার জন্য অনেক অনেক শুভকামনা।
×