ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ২১:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৮

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের সদর উপজেলার ধুকুরিয়ায় জগদীশ সাহার বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণ, ফেনী সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভয়-ভীতির প্রতিবাদে জেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আজ মঙ্গলবার সকালে মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করে। বিরুপ আবহাওয়া উপেক্ষা করে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচীতে অংশগ্রহন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, বিএনপি ও জামায়াত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক দল। জাতীয় সংসদ নির্বাচনের সময় তারা হামলা ও ভয়-ভীতি দেখিয়ে সংখ্যালঘুদের ভোট দানে বিরত রাখার অপচেষ্টা করে। কিন্তু এখন দিন পাল্টেছে, প্রশাসনের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি আত্মরক্ষা ও পাল্টা আঘাত করার ক্ষমতা রাখে। তাই ভয় ভীতি দেখিয়ে এবার কোন লাভ হবে না। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডঃ সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ বিমল কুমার দাস, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা কমিটির সহ সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম সফি, সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক অংকুরজিৎ সাহা নব, জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারন সম্পাদক সনজয় সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক ও জগদীশ সাহার ছোট ভাই আশুতোষ সাহা প্রমুখ।
×