ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলা

প্রকাশিত: ০১:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৮

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলা

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে শাহজাহানপুর থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে নামেন আফরোজা আব্বাস। হাতে বাঁশের লাঠি ও তাতে প্লাস্টিকের ধানের শীষ লাগিয়ে রাস্তায় নামেন বিএনপি কর্মীরা। বেলা ১১টার দিকে তারা তিলপাপাড়ায় পৌঁছান। এসময় স্থানীয় ১৫-২০ যুবক সেখানে নৌকার পক্ষে স্লোগান দিতে শুরু করে। আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছালে সেখানে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আফরোজার গণসংযোগে থাকা নেতা-কর্মীদের ওপর পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। স্থানীয় আওয়ামী লীগের শতাধিক কর্মী আফরোজা আব্বাসের সঙ্গে থাকা নেতা-কর্মীদের পেছনে পেছনে যেতে শুরু করেন। তাঁদের মিছিলের আগে পুলিশ ছিল। একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের দুজন নেতা ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা এলাকা ছেড়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খিলগাঁও চৌরাস্তার পাশে ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উল্টোপাশের সড়কে অবস্থান নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, গত বুধবারও আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
×