ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে ২ শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০২:১৯, ১৮ ডিসেম্বর ২০১৮

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে ২ শীর্ষ সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদরের বল্লালবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় র‍্যাবের দুই সদস্য গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব। নিহত সন্ত্রাসীরা হচ্ছে- খসরু মিয়া ওরফে লেংরা খসরু (৩৭) ও মো. সুমন ওরফে কানা সুমন (৩৫)। তাদের দু’জনের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। নিহত কানা সুমন জেলা শহরের মধ্য কোর্টগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে ও নিহত লেংরা খসরু বল্লাল বাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে। এই অভিযানে নেতৃত্বদানকারী র‍্যাব-১১’র এসপি এনায়েত হোসেন মান্না এ সব তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর সোয় ২ টার দিকে একটি প্রাইভেটকার যোগে শীর্ষ সন্ত্রাসী লেংরা খসরু ও কানা সুমন সদরের বল্লাল বাড়ি মসজিদের সামনে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। পরে সন্ত্রাসী কানা সুমন মাসজিদের সামনের রাস্তায় ও লেংরা খসরু পালানোর সময় বাড়ির ভেতরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তিনি আরো জানান, র‍্যাবের ডিএডি মোকারম হোসেনের হাতে ও ল্যান্সনায়েক সাফায়েত হাতে ও শরীরে গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচÑ ভর্তি করা হয়েছে। অপর আহত ৩ র‍্যাব সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লাশ দু’টি জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জ মর্গে রাখা হয়েছে।
×