ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুর -৫ জনসংযোগে পুলিশি নিরাপত্তা চান না ধানের শীষের প্রার্থী

প্রকাশিত: ০২:৩২, ১৮ ডিসেম্বর ২০১৮

চাঁদপুর -৫ জনসংযোগে পুলিশি নিরাপত্তা চান না ধানের শীষের প্রার্থী

সংবাদদাতা, হাজীগঞ্জ, চাঁদপুর ॥ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনে পুলিশি নিরাপত্তায় জনসংযোগ করতে চান না ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সংক্ষিপ্ত জনসংযোগ শেষে নিজ বাস ভবনের সামনে তিনি এ কথাগুলি সাংবাদিকদের জানান। ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ‘জনসংযোগে নিরাপত্তার নামে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করে পুলিশ।’ তিনি আরও বলেন, জনসংযোগের স্থানে পুলিশ আগে থেকে পৌঁছে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান এবং পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে অবহিত করেছি। জানা গেছে, সকাল থেকে হাজীগঞ্জ উপজেলার ৯নং ও ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের এনায়েতপুর, মোহাম্মদপুর, তারালিয়া, মালিগাঁও কাশিমপুর এলাকায় জনসংযোগ করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। পুলিশ ওইসব এলাকা থেকে রফিকুল ইসলাম মেম্বার, ইউছুফ মিয়াসহ ১১ নেতাকর্মীকে আটক করে। বিএনপি নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন ও ফরিদ হাসান বলেন, আটকৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
×