ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ব্রাঞ্চ অফিসের অনুমোদনের দাবি ডিবিএর

প্রকাশিত: ০৩:০৯, ১৮ ডিসেম্বর ২০১৮

নতুন ব্রাঞ্চ অফিসের অনুমোদনের দাবি ডিবিএর

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ব্রাঞ্চ অফিসের অনুমোদনসহ বিভিন্ন দাবি নিয়ে ঢাকা স্টক একচেঞ্জের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন কমিটি। মঙ্গলবার ডিবিএ ও ডিএসইর পরিচালনা পর্ষদের মধ্যে সাক্ষাতকালে নতুন কমিটি বাজার পরিস্থিতি নিয়ে কিছু দাবি তুলে ধরেন। এর আগে ডিবিএ’র নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ শাকিল রিজভীর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল ডিএসই’র পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করেন। ডিবিএ’র সভাপতি শাকিল রিজভী বলেন, ডিএসইর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতকালে ডিএসইর নতুন ভবনের দায়িত্ব বুঝে দেওয়া এবং ঢাকা মেট্রোপলিটনের মধ্যে নতুন ব্রাঞ্চ অফিসের অনুমোদনের দাবি জানানো হয়। সেই সঙ্গে বাজারে গভীরতা বাড়াতে নতুন শেয়ার প্রয়োজন হলেও যেন মানসম্পন্ন কোম্পানি আইপিওয়ের মাধ্যমে বাজাওে আসে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া বাজারে মানহীন কোম্পানি নামমাত্র মুনাফা করে লভ্যাংশ ঘোষণার নামে বিনিয়োগকারীদেরর যেন বিভ্রান্ত না করতে পারে সেই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে তথ্যাদি তুলে ধরারও দাবি জানানো হয়েছে। এই সাক্ষাতকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর উদ্দেশ্য অভিন্ন বলে জানিয়েছেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। শেয়ারবাজারের উন্নয়ন করা সেই অভিন্ন উদ্দেশ্য বলে তিনি জানিয়েছেন। এর আগে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম ডিবিএ’র প্রেসিডেন্ট ও তাঁর পরিচালনা পর্ষদকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, বিগত দিনগুলোতে ডিবিএ এবং স্টক এক্সচেঞ্জ দেশের শেয়ারবাজার উন্নয়নে একসাথে কাজ করেছে। যার ফলে শেয়ারবাজার আজকের এই গৌরবময় অবস্থানে পৌঁছেছে।
×