ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে একজনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৩:৪১, ১৮ ডিসেম্বর ২০১৮

লৌহজংয়ে একজনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক সেবনে বাঁধা দেওয়ার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। মঙ্গলবার লৌহজং থানা থেকে ১০০ গজ দূরত্বে প্রধান সড়কের শাহজাহান স্টোরের সামনে প্রকাশ্যে মো. সেন্টু (৩৭) নামক এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করে মাদককারকারী ও সেবনকারী ইথেন খান ও ইমরান খানসহ চার-পাঁচজনের একটি দল। সেন্টুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই করতে হয়েছে। জানা যায়, উপজেলার মশদগাঁও গ্রামের বাদল খানের ছেলে ইথেন খানকে সেন্টু মাদক বিক্রিতে গত বছর বাধা দিয়েছিল। এরি জেরধরে এ হামলা হয়েছে বলে অভিযোগ আহত সেন্টুর। হামলার সময় সেন্টুর কাছ থেকে মোবাইল ফোন, নগদ ১৯,৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে সেন্টু দাবী করেছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি মামলা দায়ের করেছে হামলা জখম সেন্টু। সেন্টু উপজেলার কনকসার ইউনিয়নের মৃত মুজিবুর রহমানের পুত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহম্মেদ পিন্টুর ছোট ভাই। খোঁজ নিয়ে জানা যায়, মশদগাঁও গ্রামের বাসিন্দা মাদকসেবী ইথেন ও ইমরান র্দীঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত। লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজিব খান জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে উক্ত বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
×