ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৩:৪১, ১৮ ডিসেম্বর ২০১৮

কক্সবাজারে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর মাতারবাড়ি মাদ্রাসার এক শিশু ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রসা ঘেরাও ও শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে। নিহত শিশুটি মোহাম্মদ এমরাম স্থানীয় মগডেইল এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিসিয়া ফয়জুল উলুম মাদ্রাসার নুরানি বিভাগে এ ঘটনা ঘটে। পটুলিশ অভিযুক্ত মৌলবি হামিদসহ দুই শিক্ষককে আটক করেছে। নিহত শিশুর চাচা আমির হোসেন জানান, এমরাম স্থানীয় ইউনিসিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় নুরানি বিভাগে ৪র্থ শ্রেণিতে পড়ত। গত কয়েকদিন সে মাদ্রাসায় অনুপস্থিত ছিল। সকালে শিশুটির মা ওই ছাত্রকে নিয়ে মাদ্রাসায় যান এবং ক্লাসে বসিয়ে দিয়ে চলে আসেন। পরে মা বাড়ি ফিরে আসার পর শ্রেণী শিক্ষক মৌলানা মো: হামিদ শিশুটিকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। এদিকে শিশুটি মারা গেছে মনে করে ঘটনা ভিন্নখানে প্রবাহিত করার জন্য শিশুটির গলায় ফাঁস লাগিয়ে মাদ্রাসার জানালার সঙ্গে ঝুলিয়ে রেখে ওই কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যান শিক্ষকরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। ধাওয়া করে অভিযুক্ত শিক্ষকসহ অন্য শিক্ষকদের ধরে মাদ্রাসায় নিয়ে আসে।
×