ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বিএনপির অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

প্রকাশিত: ০৩:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৮

মাদারীপুরে বিএনপির অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার হাতে ফুলের তোড়া দিয়ে রাজৈর উপজেলার অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ করেন। পরে তারা আওয়ামী লীগের শপথ বাক্য পাঠ করেন। এ সময় মাদারীপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত থেকে নেতা-কর্মীদের উৎসাহ দেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির রাজৈর উপজেলার টেকেরহাট সাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের চতুর্থ তলায় আনুষ্ঠানিক ভাবে বিএনপির নেতাকর্মীদের যোগদান ও শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময় রাজৈর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর খান, রাজৈর উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান খান, সহ-সভাপতি ফারুখ হোসেন আকন, যুবদলের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার, যুগ্ম-সম্পাদক জালাল শেখসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী যোগদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেব মিয়াসহ আওয়ামীলীগের কর্মীরা। এসময় বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদান করা কর্মীরা বলেন, ‘আমরা আজীবন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের জন্য কাজ করে যাবো।’ তারা আরো বলেন, ‘নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’ বিএনপির নেতাকর্মীদের যোগদান পর শপথ পাঠ করান রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান।
×