ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন

প্রকাশিত: ০৪:০০, ১৯ ডিসেম্বর ২০১৮

নেপালের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী তুলসী গিরি মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তুলসীর পারিবারিক সূত্র জানিয়েছে, প্রবীণ এই রাজনীতিবিদ কাঠমান্ডুর বুধানিকান্তায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। খবর এএফপির। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অলি টুইটারে এক শোক বার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী গিরির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গিরি ১৯৬০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নেপালের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
×