ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৪:০১, ১৯ ডিসেম্বর ২০১৮

অ ন ্য র ক ম

ছেলেকে দত্তক নেয়ার অনুমতি আইভিএফ পদ্ধতি গ্রহণ করে একজন সারোগেট মায়ের মাধ্যমে জন্ম দেয়া নিজের ছেলেকে দত্তক নেয়ার অনুমতি পেয়েছেন সিঙ্গাপুরের একজন সমকামী চিকিৎসক। অপেক্ষাকৃত রক্ষণশীল সমাজ ব্যবস্থার দেশটির উচ্চ আদালতের দেয়া এই রায়কে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। -ইয়াহু নিউজ নিম্ন আদালতে বিফল হওয়ার পর উচ্চ আদালতে প্রায় এক বছর ধরে আইনী লড়াই চালিয়ে সফল হন ওই চিকিৎসক। আইভিএফ পদ্ধতি গ্রহণ করে মার্কিন সারোগেট মায়ের গর্ভ থেকে যুক্তরাষ্ট্রে শিশুটির জন্ম হয়েছিল। সিঙ্গাপুরের আইন অনুযায়ী কোন সমকামী ব্যক্তি সন্তান দত্তক নিতে পারেন না। এ কারণে চিকিৎসক ও তার সঙ্গী যুক্তরাষ্ট্রে গিয়ে এক নারীকে দুই লাখ মার্কিন ডলার দেয়ার চুক্তিতে তাদের সন্তানের জন্ম দেয়ার জন্য তার গর্ভ ভাড়া নেন। কিন্তু সন্তান হওয়ার পর তাকে দেশে আনা নিয়ে ফের আইনী জটিলতা সৃষ্টি হয়। সিঙ্গাপুরের আইনে আইভিএফ পদ্ধতি গ্রহণ করে অবিবাহিত কারও সন্তান জন্ম দেয়ার অনুমতি নেই। এ পরিস্থিতিতে ২০১৭ সালে ওই চিকিৎসক আদালতে নিজের ছেলেকে দত্তক নেয়ার আবেদন জানান। ওই বছরের শেষ দিকে আদালত তার আবেদন খারিজ করে দেয়।
×