ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ রসায়ন, অধ্যায়-১ ॥ রসায়নের ধারণা;###;মোঃ মাসুদ খান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৩, ১৯ ডিসেম্বর ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। [email protected] ৫১। বিভিন্ন সংশ্লেষণের মূলনীতি বা পরীক্ষণ মূলনীতি কীসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? উত্তর : রসায়নের ওপর ৫২। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কী দেওয়া হয়? উত্তর : প্রিজারভেটিভস ৫৩। কীসের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? উত্তর : কোয়ান্টাম মেকানিকসের সাহায্যে ৫৪। কী ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ? উত্তর : প্রিজারভেটিভস ৫৫। কৃষিকাজে কী উদ্দেশ্যে কীটনাশক ব্যবহার করা হয়? উত্তর: পোকামাকড়কে শস্যহানি থেকে প্রতিরোধ করার জন্য। ৫৬। কোন গ্যাস বাতাসের সাথে মিশে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করছে? উত্তর : ঈঙ২ ৫৭। পদার্থের গ্যাস দহনের বিক্রিয়াটি লিখ। উত্তর : ঈঐ৪ + ঙ২ ঈঙ২ + ঐ২ঙ + ৫৮। বেকিং পাউডারে কোন যৌগ উপস্থিত থাকে? উত্তর: ঘধঐঈঙ৩ ৫৯। মোম কী? উত্তর : কার্বন ও হাইড্রোজেনের যৌগ ৬০। কার্বনের যৌগকে অক্সিজেনে দহন করলে কী উৎপন্ন হয়? উত্তর : ঈঙ২ ৬১। মোমের প্রধান উপাদান কী? উত্তর : কার্বন ৬২। প্রাকৃতিক গ্যাস প্রধানত কী? উত্তর : মিথেন ৬৩। অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত কী? উত্তর : বিষয়বস্তু নির্ধারণ ৬৪। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কী? উত্তর : বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান ৬৫। ফলাফল সম্পর্কে আগাম ধারণা অনুসন্ধান গবেষণার কততম ধাপ? উত্তর : ৪র্থ ৬৬। জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কী? উত্তর : বৃত্তের উপর আগুনের শিখা ৬৭। কী ছাড়া রসায়নের গবেষণা ও অনুসন্ধান করা কঠিন? উত্তর : তথ্য সংগ্রহ ৬৮। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কী? উত্তর : কাজের পরিকল্পনা প্রণয়ন ৬৯। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কী? উত্তর : ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ ৭০। অনুসন্ধান ও গবেষণা কী প্রদান করে? উত্তর : মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা ৭১। পৃথিবীর খনিজ জ¦ালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? উত্তর : ১০০ বছরে ৭২। বিজ্ঞান ও মানবকল্যাণে প্রভাব অনুসন্ধান ও গবেষণার কোন ধাপ? উত্তর : সর্বশেষ ধাপ ৭৩। ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়েছিল? উত্তর : আমেরিকা ৭৪। ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোকরশ্মি বুঝায়? উত্তর : অতিরিক্ত ক্ষতিকর ৭৫। আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়েছিল? উত্তর : আমেরিকা ৭৬। আন্তর্জাতিক ক্ষতিকর আলোকরশ্মি চিহ্নটিকে কী বলা হয়? উত্তর : ট্রিফয়েল ৭৭। হাসপাতালের বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে কোন সাংকেতিক চিহ্ন লাগাবে? উত্তর : স্বাস্থ্য ঝুঁকির সংকেত ৭৮। আন্তর্জাতিক রশ্মিচিহ্নটি কত সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল? উত্তর : ১৯৪৬ সালে ৭৯। ট্রিফয়েল দ্বারা কী বুঝানো হয়? উত্তর : অতিরিক্ত ক্ষতিকর তেজষ্ক্রিয় রশ্মি ৮০। কোন তেজষ্ক্রিয় রশ্মি শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে? উত্তর : ট্রিফয়েল
×