ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাঠে নামতে শুরু করেছেন বিএনপি প্রার্থীরা

প্রকাশিত: ০৫:৫২, ১৯ ডিসেম্বর ২০১৮

রাজধানীতে মাঠে নামতে শুরু করেছেন বিএনপি প্রার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে নির্বাচনের মাঠে নামতে শুরু করেছেন বিএনপি প্রার্থীরা। তবে হাতে ধানের শীষের সঙ্গে বাঁশের লাঠি নিয়ে ভোটের প্রচারে সমালোচনা করেছেন অনেকে। ভোটের মাঠে ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাসকে মঙ্গলবার নেতাকর্মীদের নিয়ে এমন জঙ্গী প্রচার চালাতে দেখা গেছে। বিএনপি বলছে, খানিকটা দেরিতে হলেও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এ সব প্রার্থী। ছোটখাটো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে ভোটারদের কাছে টানতে রাত দিন ছুটে চলেছেন এরা। জোট আর দলের ইশতেহার ঘোষণার পর বিএনপি প্রার্থীরা বেশ উজ্জীবিত লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। মঙ্গলবার সকালে শাহজাহানপুরের বাসা থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন আফরোজা আব্বাস। গণসংযোগে বিএনপির প্রায় সব নেতাকর্মীর হাতে বাঁশের লাঠি ও তাতে প্লাস্টিকের ধানের শীষ লাগানো ছিল। বেলা সোয়া ১১টার দিকে খিলগাঁও রেলগেট অতিক্রম করে আফরোজা আব্বাস তিলপাপাড়ায় পৌঁছেন। আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছলে দুপুর পৌনে ১২টায় গোড়ান যান। এ সময় ধানের শীষের সমর্থকদের উস্কানিতে এলাকার নৌকা সমর্থকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে আফরোজা আব্বাস আবার প্রচারে নামেন। স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, তারাতো হাতে বাঁশের লাঠি নিয়ে তৈরিই হয়ে এসেছিলেন। তিনি জানান, এভাবে লাঠিসোটা নিয়ে এর আগে কোন প্রার্থী প্রকাশ্যে ভোট চাইতে আসেনি। তিনি বলেন, শুনেছি এর আগে সবার চোখের আড়ালে হুমকি-ধামকি দেন। কিন্তু এখানে প্রকাশ্যেইতো ধানের শীষের প্রার্থী হুমকি দিচ্ছেন মনে হচ্ছে। নাহলে বাঁশের লাঠি কেন ভোটের প্রচারে। ঢাকা-৪ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ সালাহ্উদ্দিন আহমেদ গণসংযোগ করেছেন। জুরাইনের নতুন রাস্তা এলাকার ঘুণ্টিঘরে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে সংশ্লিষ্ট এলাকায় প্রচারপত্র বিলি করেন তিনি। এসময় অন্য একটি পক্ষের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ কর্মী আহত হয়েছে। সালাহ্উদ্দিন আহমেদ এজন্য আওয়ামী লীগকে দূষলেও আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে এই ঘটনার জন্য বিএনপির অন্তর্কোন্দলই দায়ী। সকালে সালাহউদ্দিন দয়াগঞ্জ পাড় এলাকা থেকে সকালে দিনের প্রচার শুরু করেন। তিনি এদিন ধোলাইপাড় নতুন সড়ক পালপাড়া, কাজীপাড়া, মীর হাজারীবাগ মাদ্রাসা রোডে গণসংযোগ করেন। ঢাকা-১১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহানগর উত্তর সভাপতি এমএ কাইয়ূমের স্ত্রী শামিম আরা বেগম মঙ্গলবার গণসংযোগ করেছেন। শামিম আরা বেগম এসময় বলেন, জনগণ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। তারা এবার ভোটের মধ্যেমে সরকার পরিবর্তনের পক্ষে। তিনি বলেন, পরিবেশ যাই হোক না কেন আমরা মাঠে থাকব এবং ৩০ তারিখে ভোটের মাঠে আমরা সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। কোন অবস্থাতে যাতে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখল করতে না পারে সেজন্য আমরা জীবন বাজি রেখে লড়ব। নির্বাচন কমিশনের নিরাপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেন। ঢাকা-৪ এ জাপা প্রেসিডিয়াম সদস্য মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা মঙ্গলবার গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে বিভিন্ন পথসভায় এলাকাবাসীর উদ্দেশে এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় ধোলাইপাড়ের আমির টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। সেখান থেকে শ্যামপুরের আলীবহর, রাজাবাড়ী, ফায়ারসার্ভিস ও পোস্তাগোলা রাজাবাড়ীতে গণসংযোগ ও প্রচার মিছিল করেন বাবলা। দুপুরে আলমবাগ ও শ্যামপুর বালুর মাঠে লাঙ্গলের পক্ষে গণসংযোগ করেন বাবলা পতœী সালমা হোসেন। বিকেল ৩টা থেকে বাবলা মীর হাজীরবাগের পাইপরাস্তা, মুন্সি বাড়ি ও খন্দকার রোডে গণসংযোগ ও প্রচার মিছিল করেন। এ সময় আওয়ামী লীগ, জাপা, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী বাবলার প্রচার মিছিলে অংশ নেন। বিকেলে মীর হাজীরবাগ চৌরাস্তায় বিশাল একটি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় বাবলা বলেন, দেশে মহাজোট সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা ক্ষমতায় না আসতে পারলে উন্নয়ন ও অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে। মহাজোটকে ভোট দিয়ে আমাদের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার সুযোগ দিন।
×