ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌকা মার্কায় ভোট ছাড়া আর কিছু চাওয়ার নেই আমার ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৮

নৌকা মার্কায় ভোট ছাড়া আর কিছু চাওয়ার নেই আমার ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে টানা নয় দিন ধরে উপজেলা সদর থেকে তৃণমূল পর্যন্ত গণসংযোগ ও নির্বাচনী পথসভায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগর প্রার্থী ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এ আসনে নৌকার পালে হাওয়া লেগেছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই তা বাড়ছে। সেইসঙ্গে দিন দিন সুসংহত হচ্ছে নৌকার অবস্থান। মঙ্গলবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নকলা উপজেলায় গড়েরগাঁও, লাভা, বড়ইতারসহ অন্তত আট এলাকায় গণসংযোগ শেষে নির্বাচনী পথসভা করেছেন। এদিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ এবং সেই গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এলাকার শত শত মানুষের অংশগ্রহণের বিষয়টি ছিল লক্ষণীয়। তার প্রতি সাধারণ মানুষ ও কৃষকদের আবেগ-অনুভূতিই যেন ভিন্ন। গড়েরগাঁও এলাকায় আয়োজিত পথসভায় মতিয়া চৌধুরী বলেন, আপনারা প্রত্যেকে ১০টি করে ভোট সংগ্রহ করে দেবেন। আপনাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেই ১০টি করে ভোট সংগ্রহ করতে পারবেন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। ঠিক তখন স্থানীয় লোকজনও তা সাদরে গ্রহণ করে তা সংগ্রহে আশ্বস্ত করেন মতিয়া চৌধুরীকে।
×