ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্টের ইশতেহার বাস্তবমুখী নয় ॥ ছাত্রলীগ সভাপতি

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ ডিসেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টের ইশতেহার বাস্তবমুখী নয় ॥ ছাত্রলীগ সভাপতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঐক্যফ্রন্ট তার ইশতেহারে বলেছে, চাকরিতে প্রবেশের কোন বয়সসীমা থাকবে না। তাহলে আমাদের তরুণদের অবস্থাটা কী হবে? চাকরি করবে বৃদ্ধরা। ঐক্যফ্রন্টের ইশতেহার বাস্তবমুখী ইশতেহার নয়। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঐক্যফ্রন্টের ইশতেহার সমালোচনা করে এসব কথা বলেন। এর আগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ইশতেহারকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। এসময় ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের হোসেন প্রমুখ বক্তব্য দেন। ছাত্রলীগ সভাপতি বলেন, আওয়ামী লীগের ইশতেহার মানে বাংলাদেশের গণমানুষের ইশতেহার। আওয়ামী লীগ যা বলে তা করে দেখায়। আর এই ইশতেহারে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটাই ফুটে উঠেছে। অন্যদিকে ঐক্যফ্রন্ট বাংলাদেশের মানুষকে ধোঁকা দিতে চায়। কিন্তু এই বিজয়ের মাসে তারা বাঙালীদের ধোঁকা দিতে পারবে না। তরুণ সমাজ তার পাল্টা জবাব দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করে ঘরে ফিরবে। এসময় তিনি ছাত্রলীগ কর্মীদের নিজ নিজ এলাকার প্রতিটি ভোটারের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও বিএনপি আমলের দুশাসন তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাওয়ার আহ্বান জানান। সাদ্দাম হোসেন বলেন, ঐকফ্রন্টের ইশতেহারে তরুণ প্রজন্মের পছন্দের বিষয় ‘প্রযুক্তি’ নিয়ে কোন কর্মপরিকল্পনা নেই।
×